ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
- আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৭:৪৯:৪৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০৭:৪৯:৪৩ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র “দৃষ্টি প্রকল্প”-এর আওতায় ও ভার্ড চক্ষু হাসপাতাল, সুনামগঞ্জ-এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে ১০২ জন রোগীকে প্রাথমিক চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয় এবং এর মধ্যে ৪২ জন ছানি রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুরবাননগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাইয়ূম এবং সঞ্চালনায় ছিলেন ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার (এএফও) মো. নূর হোসেন।
প্রধান অতিথি হিসেবে ক্যাম্প উদ্বোধন করেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। তিনি বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক ছানি রোগীদের চিকিৎসা ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকা- চালিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিন মহোদয়ের আন্তরিক সহযোগিতায় দেশের অন্যান্য জেলার মতো সুনামগঞ্জেও মানবিক কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হচ্ছে।
ক্যাম্পে ভার্ড চক্ষু হাসপাতালের মেডিকেল টিম সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সেবা প্রদান করে। উপস্থিত অতিথিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং ডাচ্-বাংলা ব্যাংক ও ভার্ড চক্ষু হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ