সুনামগঞ্জ , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে যুবদলের কর্মী সমাবেশে কৃষক লীগ নেতা! ‎সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে নতুন সভাপতি শামস শামীম, সম্পাদক জসিম মাছশূন্য হাওর, সংকটে জল-জীবিকা ব্রিটিশ-বাংলাবাজার সড়ক বেহাল : দুর্ভোগে হাজারো মানুষ ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ হাউসবোটে নেই পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা পর্যটকদের উদ্বেগ বাংলাবাজার ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের আড্ডা অনুষ্ঠিত ঢাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ অনলাইন জুয়ার ‘হটস্পট’ জাউয়াবাজার প্রতিপক্ষের সুলফির আঘাতে নিহত ১ বিএনপি নেতার বিরুদ্ধে আ.লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ অনলাইন জুয়ায় নিঃস্ব হচ্ছে মানুষ তাহিরপুরে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ ৬ রাউন্ড গুলিসহ বিদেশি রিভলবার জব্দ ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে কবে থেকে কার্যকর হবে? একটি মহল চেষ্টা করছে গণতান্ত্রিক শক্তি যেন ক্ষমতায় না আসে : মির্জা ফখরুল বর্জ্যে ভুগছে টাঙ্গুয়ার হাওর হাওরের ফসল রক্ষায় প্রায় চূড়ান্ত ২,২৪৮ কোটি টাকার প্রকল্প

রেমিট্যান্স যোদ্ধা থেকে সফল উদ্যোক্তা জাহাঙ্গীর আলম

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৭:১০:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০৭:১০:৪৭ পূর্বাহ্ন
রেমিট্যান্স যোদ্ধা থেকে সফল উদ্যোক্তা জাহাঙ্গীর আলম
দোয়ারাবাজার প্রতিনিধি :: দীর্ঘদিন প্রবাসজীবনের অভিজ্ঞতা, কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে রেমিট্যান্স যোদ্ধা থেকে একজন সফল উদ্যোক্তায় রূপ নিয়েছেন মো. জাহাঙ্গীর আলম। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর গ্রামের বাসিন্দা তিনি। তিনি শুধু একজন ব্যবসায়ীই নন, তিনি সমাজ উন্নয়ন ও মানবকল্যাণে নিবেদিতপ্রাণ এক ব্যক্তি। লন্ডনে পরিবার-পরিজন নিয়ে দীর্ঘকাল বসবাস করলেও, দেশের প্রতি টান আর মানুষের পাশে দাঁড়ানোর তীব্র দায়বোধ তাকে দেশে ফিরিয়ে আনে। প্রবাসে অর্জিত অর্থ তিনি শুধু নিজের জন্য ব্যবহার করেননি। বরং কোটি কোটি টাকা রেমিট্যান্স দেশে পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রেখেছেন। দেশে ফিরে নিজের উদ্যোগে গড়ে তুলেছেন স্বাস্থ্য, শিক্ষা ও মানবসেবামূলক একাধিক প্রতিষ্ঠান। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ছাতকের জাবা মেডিকেল সেন্টার হাসপাতাল। এই হাসপাতালটি বর্তমানে ছাতক-দোয়ারাবাজার অঞ্চলে স্বাস্থ্যসেবা দিচ্ছে হাজারো মানুষকে। শুধু স্বাস্থ্যসেবা নয়, ইসলামী শিক্ষার প্রসারে তিনি সম্প্রতি ছাতকে প্রতিষ্ঠা করেছেন ‘জাবা কুরআনিক গার্ডেন’। একই সাথে ইংরেজি ও কম্পিউটার শিক্ষায় দক্ষ করে তুলতে প্রতিষ্ঠা করেছেন জাবা ইংলিশ এন্ড কম্পিউটার লার্নিং সেন্টার। এছাড়াও, নার্সিং শিক্ষায় সুযোগ বাড়াতে ‘জাবা নার্সিং ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। যা এখন প্রক্রিয়াধীন। এটি চালু চলে নার্সিং পেশায় তরুণ-তরুণীদের কর্মসংস্থানের নতুন দিগন্তের দ্বার খুলবে। সমাজসেবায় অবদানের অংশ হিসেবে তিনি গঠন করেছেন ‘জাবা ওয়েলফেয়ার ট্রাস্ট’ নামের একটি চ্যারিটেবল ফাউন্ডেশন, যার মাধ্যমে তিনি সহযোগিতা করে চলেছেন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা, মসজিদসহ নানান জনকল্যাণমূলক কাজে। অসচ্ছল পরিবার, দরিদ্র শিক্ষার্থী কিংবা চিকিৎসাবঞ্চিতদের পাশে দাঁড়িয়ে তিনি মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশেষ করে করোনাকালে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য ও চিকিৎসাসেবা দিয়ে মানুষের অন্তরে স্থায়ী জায়গা করে নিয়েছেন তিনি। তিনি নিজ উদ্যোগে স্থাপন করেছেন অসংখ্য টিউবওয়েল, গৃহহীনদের জন্য তৈরি করেছেন আবাসন এবং ঈদ উপলক্ষে নিয়মিত বস্ত্র ও অর্থ সহায়তা প্রদান করে আসছেন। দোয়ারাবাজার উপজেলার লামাসানিয়া গ্রামের বাসিন্দা হাবীবুল্লাহ হেলালী বলেন, একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে জাহাঙ্গীর আলম নিজেকে কখনোই বিলাসিতা কিংবা কেবল মুনাফা অর্জনের মাঝে সীমাবদ্ধ রাখেননি। তিনি দেশে এসে তাঁর উপার্জিত টাকা সমাজ সেবায় ব্যয় করেছেন। মানুষের কল্যাণে স¤পদের সর্বোত্তম ব্যবহার করে সমাজের জন্য হয়ে উঠেছেন এক অনুপ্রেরণা। তাঁর মতো দেশের অন্যান্য প্রবাসীরাও চাইলে দেশে এসে শিক্ষা, স্বাস্থ্যসেবা, ধর্মীয় ও সাংস্কৃতিক উন্নয়ন কর্মকা-সহ সর্বোপোরি মানুষের কল্যাণে কাজ করতে পারেন। ছাতক উপজেলার বাসিন্দা মানবাধিকার কর্মী সাকির আমিন বলেন, জাহাঙ্গীর আলম আমাদের দেশের প্রবাসীদের জন্য একটি দৃষ্টান্ত। লন্ডনের আরাম আয়েশি জীবন ছেড়ে দিয়ে তিনি তাঁর প্রবাস জীবনের উপার্জিত সকল অর্থে দেশে বিনোয়োগ করেছেন। দেশের শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ জনকল্যাণে অকাতরে কাজ করে যাচ্ছেন। রাষ্ট্রের উচিত জাহাঙ্গীর আলমের মতো মানুষের অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে উৎসাহিত করা। রেমিট্যান্স যোদ্ধা থেকে সফল উদ্যোক্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, দেশের মাটি ও মানুষের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা থেকেই প্রবাস জীবন ছেড়ে দেশে এসে কাজ করে যাচ্ছি। পৃথিবীতে আমরা কেউ চিরজীবন থাকবো না। তাই যতোদিন বেঁচে আছি মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। মৃত্যুর পরেও যাতে মানুষ মনে রাখে সেই লক্ষ্যে কাজ করতে চাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স