সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত
- আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৯:০২:৪৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৯:০২:৪৫ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদেরর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আয়োজনে সোমবার (১৪ জুলাই) দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির আহবায়ক মনির উদ্দিন মনির-এর সভাপতিত্বে এবং সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ স¤পাদক সজ্জাদুর রহমান সাজু এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ স¤পাদক সাজিদুর রহমান সাজিদ। অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ডা. চাঁন মিয়া, নজির হোসেন, জেলা জাতীয় পার্টির সদস্য ফারুক মেনর, জেলা জাতীয় যুবসংহতির সাবেক আহ্বায়ক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জামান।
আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা আবুতালিব আল মুরাদ, সিরাজুল ইসলাম মাস্টার, জাতীয় যুব সংহতি নেতা জসিম উদ্দিন, ফতেপুর ইউপি জাপার সভাপতি শিব্বির আহমদ, বিশ্বম্ভরপুর উপজেলা জাপা নেতা বুলবুল আহমদ, শওকত মিয়া, জাতীয় মহিলা পার্টির যুগ্ম আহ্বায়ক ফরিদা পারভীন, মহিলা পার্টির সদস্য নারী নেত্রী মমতাজ মম, মহিলা পার্টি নেত্রী মাসুমা বেগম, জাতীয় যুব সংহতি নেতা পীর এনাম আহমদ শাহরুখ।
আরো উপস্থিত ছিলেন জেলা জাপার সদস্য আনোয়ার মিয়া, জয়নাল মিয়া, জাতীয় পার্টি নেতা জয়নাল আবেদীন, শাহিন আহমদ মিন্টু, সাব্বির আহমদ, মির্জা ফারুক, সেলিম আহমদ, ইমরান আহমদ, আলিম উদ্দিন, মমশ্বির মিয়া, তহুর মিয়া, মিজানুর রহমান তালুকদার, কামাল মিয়া ইকবাল হোসেন প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ