সুনামগঞ্জ , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল মাদকসহ গ্রেফতারের পর জামিনে এসে প্রতিবাদকারীর বিরুদ্ধে মামলা! ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি : নাহিদ ইসলাম ভারতীয় সহকারী হাইকমিশনারের শুল্ক স্টেশন পরিদর্শন পথে যেতে যেতে : পথচারী হাসন তোরণ থেকে আলফাত স্কয়ার শুরু হচ্ছে চার লেন সড়ক নির্মাণকাজ নতুন আঙ্গিকে ‘হোটেল নূরানী’র শুভ উদ্বোধন জনগণের সেবার দায়িত্ব আন্তরিকভাবে পালন করতে হবে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার সম্ভব-অসম্ভবে ভোটের প্রস্তুতি শাপলা প্রতীক কেউ পাবে না: বিবিসি বাংলাকে সিইসি সুনামগঞ্জে এনসিপি’র নেতৃত্বে সাজাউর রাজা সুমন এনসিপি’র কমিটিতে নাম আসা হারুনুর রশিদ বললেন- “তিনি বিএনপি’র রাজনীতিতে যুক্ত” পাসপোর্ট ইস্যু বেড়েছে চার গুণ শহর যানজটমুক্ত করতে ১৬ জুলাই থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ : জেলা প্রশাসক একটি মাত্র সেতুর অভাবে দুর্ভোগে কয়েক হাজার মানুষ পাঁচ গুণিজনকে সম্মাননা প্রদান ‘রাজসাক্ষী’ হিসেবে শর্তসাপেক্ষে চৌধুরী মামুনকে ক্ষমা করা যেতে পারে : ট্রাইব্যুনাল ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি, স্পষ্ট হচ্ছে অদৃশ্য শত্রু : তারেক রহমান চার উপজেলায় এসিল্যান্ড নেই, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা শহরের খাল উদ্ধারে ফের শুরু হচ্ছে অভিযান
ব্যয় হবে দেড়শ কোটি টাকা

হাসন তোরণ থেকে আলফাত স্কয়ার শুরু হচ্ছে চার লেন সড়ক নির্মাণকাজ

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৮:৩১:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৮:৫৯:৫০ পূর্বাহ্ন
হাসন তোরণ থেকে আলফাত স্কয়ার শুরু হচ্ছে চার লেন সড়ক নির্মাণকাজ
শহীদনূর আহমেদ ::
সুনামগঞ্জে শুরু হচ্ছে চার লেন সড়ক নির্মাণ প্রকল্পের কাজ। শহরের প্রবেশদ্বার হাসন তোরণ থেকে আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) পর্যন্ত ৪ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার এই বহুল প্রতিক্ষিত প্রকল্পটির কাজ আগামী মাসের প্রথম দিকে শুরু হতে পারে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগের নির্ভরশীল সূত্র।

সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানাযায়, ইতোমধ্যই টেন্ডার প্রক্রিয়া শেষ করে ঠিকাদার সিলেকশন সম্পন্ন হয়েছে। প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে মেগা এই প্রকল্পটির বাস্তবায়ন করবে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। চার লেন সড়ক প্রকল্পে থাকছে সড়কের মাঝে ডিভাইডার, দুই পাশে ফুটপাত কাম ড্রেনেজ লাইনসহ অত্যাধুনিক অটো সিগন্যাল ব্যবস্থা।
এ ব্যাপারে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ জানান, সুনামগঞ্জ শহরের মূল সড়ক বর্ধিত করতে বিগত সরকারের সময় চার লেন প্রকল্প গ্রহণ করা হয়। চলতি বছরের শুরুতে টেন্ডার প্রক্রিয়াসহ ঠিকাদার সিলেকশনের কাজ সম্পন্ন করা হয়েছে। শীঘ্রই কাজ শুরু করবে ঠিকাদারি প্রতিষ্ঠান। বহুল প্রত্যাশিত কাজটি বাস্তবায়ন হলে শহরের মূল সড়ক সম্প্রসারিত হবে। যানজট সমস্যার সমাধানসহ ট্রাফিক ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। এদিকে চার লেন সড়ক প্রকল্প দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের দাবি জানিয়েছেন শহরবাসী।

স্থানীয়রা জানান, ফুটপাত দখল, সড়কের জায়গায় স্থাপনা নির্মাণ, যত্রতত্র গাড়ি পার্কিং, ধারণ ক্ষমতার চেয়ে অধিকতর যানবাহন চলাচলে নেতিবাচক প্রভাব পড়েছে শহরের মূল সড়কে। দিনের বেশিরভাগ সময় শহরে যানজট সমস্যায় পড়তে হয় নাগরিকদের। সড়ক সম্প্রসারিত হলে যানজট সমস্যার নিরসনসহ শহর দৃষ্টিনন্দন হবে।
সুনামগঞ্জ শহরের তেঘরিয়া এলাকার বাসিন্দা দিলদার হোসেন বলেন, সুনামগঞ্জ মফস্বল শহর। দিন দিন এই শহর বর্ধিত হচ্ছে, জনসংখ্যা বাড়ছে, নগরায়ন হচ্ছে। কিন্তু সড়ক যেমন ছিল তেমনই রয়েছে। এই সড়ক বড় না হলে শহরের সৌন্দর্য্য বাড়বে না। সড়ক সম্প্রসারিত হলে অনেক সমস্যার সমাধান হবে।
উকিলপাড়া এলাকার বাসিন্দা নূরুল হাসান আতাহের বলেন, শহরের অন্যতম প্রধান সমস্যা যানজট। সড়কের ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ বেড়েছে যানবাহন। ফুটপাত দখল করে সড়ক সংকীর্ণ করা হয়েছে। সড়কের ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ছে। এর একমাত্র সমাধান সড়কের উন্নয়ন। সরকার চার লেন সড়কের যে প্রকল্প গ্রহণ করেছেন সেটি শহরবাসীর জন্য আশীর্বাদস্বরূপ। আমরা চাই জনগুরুত্বপূর্ণ প্রকল্পটি যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের তৎপরতা আশা করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল

লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল