বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল
- আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৮:৩৬:০৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৮:৩৬:০৮ পূর্বাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি ::
রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যার প্রতিবাদে এবং সুষ্ঠু বিচার ও দেশব্যাপী চাঁদাবাজি বন্ধের দাবিতে দোয়ারাবাজার উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দোয়ারাবাজার উপজেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
‘আমার সোনার বাংলায়, চাঁদাবাজের ঠাঁই নাই’, ‘জুলাই মোদের প্রেরণা, চাঁদাবাজি হবে না’, ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, আমার ভাই ফিরিয়ে দে’ স্লোগানে মিছিলটি উপজেলা ভূমি অফিসের সামনে থেকে শুরু হয়। পরে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে মিছিল শেষ হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দোয়ারাবাজার উপজেলা শাখার আহ্বায়ক এসার মিয়া, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল মাসুদ, মুখ্য সংগঠক রাজিব মিয়া প্রমুখসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দোয়ারাবাজার উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ