সুনামগঞ্জ , শনিবার, ১২ জুলাই ২০২৫ , ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপহরণের ১৪ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বিরুদ্ধে টিআরের বরাদ্দ আত্মসাতের অভিযোগ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে অক্টোবরে আসামি থেকে রাজসাক্ষী : সুবিধা-অসুবিধা জুয়া ও মাদকে সয়লাব শ্রীপুর বাজার জগন্নাথপুরে এমপি প্রার্থী এমএ কাহারের সমর্থনে লিফলেট বিতরণ অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি ১ কোটি ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আমরা ফ্যাসিস্টমুক্ত দেশ গড়তে চাই : আরিফুল হক চৌধুরী নিত্য যানজটে ভোগান্তি শহরবাসীর জেলায় পাসের হার ৬৮.৪৬%, জিপিএ-৫ পেয়েছে ৪১৭ জন বিএনপিতে দুর্নীতিবাজদের ঠাঁই হবে না : কামরুজ্জামান কামরুল শিক্ষক সংকটের মধ্যে আরো ৫ জন বদলি! ভোটের প্রতীক ‘শাপলা’ নয়, নীতিগত সিদ্ধান্ত ইসির ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ হাওরে মাছের আকাল, চাষের পাঙ্গাসই এখন ভরসা তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় ৬ শতাধিক শিক্ষার্থীর জন্য মাত্র দুই শিক্ষক! দিরাই আ.লীগের সম্পাদক প্রদীপ রায় কারাগারে ৬ দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি মৎস্য কার্যালয়ে পাওয়া গেল অফিস সহায়কের মরদেহ

আমরা ফ্যাসিস্টমুক্ত দেশ গড়তে চাই : আরিফুল হক চৌধুরী

  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০৮:১১:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০৮:১১:১৩ পূর্বাহ্ন
আমরা ফ্যাসিস্টমুক্ত দেশ গড়তে চাই : আরিফুল হক চৌধুরী
সামছুল ইসলাম :: বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ফুটবল খেলা গ্রামবাংলার মানুষের অত্যন্ত প্রিয়খেলা। ফুটবল খেলার প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি। আজকের এ খেলায় এতো মানুষের সমাগম তারই বাস্তব প্রমাণ। তিনি বলেন, দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকার আমাদের কোনো সভা-সমাবেশ করতে দেয়নি। এখন সারাদেশের মানুষ তাদের ইচ্ছেমতো সভা সমাবেশ এবং বিভিন্ন বিনাদেনমূলক অনুষ্ঠান করতে পারছে। তিনি খেলার আয়োজক দিরাই-শাল্লায় একাদশ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা তাহির রায়হান চৌধুরী পাবেলের ভূয়সী প্রশংসা করে বলেন, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে শহীদ জিয়া স্মৃতি ফুটবলের আয়োজন সত্যিই যুগোপযোগী আয়োজন, খেলার জনস্রোতই প্রমাণ করে দিরাই-শাল্লার মানুষ বিএনপিকে কতো ভালবাসে, কতো ভালবাসে তাদের দলের নেতাকে। তিনি দিরাই-শাল্লার সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর প্রশংসা করে বলেন, এর আগে ও নাছির চৌধুরীর দাওয়াতে আমি অনেক বার দিরাই এসেছি। দিরাই-শাল্লাকে বিএনপির দুর্গ দাবি করে বলেন, এলাকার উন্নয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। আমরা সবাই মিলে ফ্যাসিস্ট মুক্ত দেশ গড়তে চাই। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে দিরাই মিনি স্টেডিয়ামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরীর ও যুগ্ম আহবায়ক জুয়েল তালুকদারের যৌথ পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্যে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজক এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেন, দীর্ঘ সতেরো বছর আমরা প্রকাশ্যে কোনো মিছিল মিটিং করতে পারিনি, ফ্যাসিস্ট সরকার আমাদের কণ্ঠ রোধ করে রেখেছিল। আমরা এখন মুক্ত। তাই দিরাই শাল্লা তথা হাওরবাসীকে বিনোদন দিতে তাদের জনপ্রিয় খেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন। দুইমাস ব্যাপী খেলার শেষ দিনে আজকের বিশাল জনসমুদ্র আমাদেরকে গৌরবান্বিত করেছে। দিরাই-শাল্লাবাসীর ভালবাসায় আমি ও আমার দল ধন্য। আগামীতে আরও বড় পরিসরে ভাটিবাংলার জনপ্রিয় এ খেলার আয়োজন করবো। অনুষ্ঠানের শুরুতেই তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পিতা আব্দুস শহীদ চৌধুরীর রুহের মাগফেরাত ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী জন্য সবার কাছে দোয়া কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুল, সাবেক সহ-সভাপতি এডভোকেট মাসুক আলম, আব্দুল লতিফ জেপি, শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম, বীর মুক্তযোদ্ধা আব্দুল কাইয়ুম, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সামছুল ইসলাম সরদারসহ উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্যবৃন্দ। খেলায় ভরারগাও প্রবাসী স্পোর্টিং ক্লাব, রাজাপুর আদর্শ স্পোর্টিং ক্লাবকে ২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য