সুনামগঞ্জ , রবিবার, ১২ অক্টোবর ২০২৫ , ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঁচ আসনে নবীন মুখের ছড়াছড়ি অদ্বৈত জন্মধাম পরিচালনা কমিটি গঠন নিয়ে দু’পক্ষের হাতাহাতি শিশুযত্ন কেন্দ্র, পাঁচ ভুবনে বেড়ে উঠছে শিশুরা হাজারো নেতাকর্মী নিয়ে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অ্যাড. নূরুল ইসলামের শোডাউন কারা সেফ এক্সিট চায়- নাহিদকে স্পষ্ট করার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার নির্মাণের পর থেকেই বন্ধ খাবার পানি পরীক্ষাগার বিআরটিএ’র মোটরযান পরিদর্শক দেলোয়ার হোসেন ওএসডি, আছে ঘুষ গ্রহণের অভিযোগও দোয়ারাবাজারের চিলাই নদীর বালু লুট ঠেকাতে বাঁশের ব্যারিকেড ফেরার সময় চলে এসেছে : তারেক রহমান আদালত চত্বরে নারীকে ছুরিকাঘাতে হত্যা, প্রাক্তন স্বামী গ্রেফতার আগামী নির্বাচনে ইসলামি সকল দলের বাক্স হবে একটা : চরমোনাই পীর ‎কেন্দ্রীয় যুবলদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের গণসংযোগ ‎জামালগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার লিটনের মতবিনিময় শহরে ব্যাঙের ছাতার মতো সিএনজি স্ট্যান্ড,অনুমোদন নেই একটিরও তাহিরপুরে যাদুকাটা বালুমহাল ১ এর সীমানা নির্ধারণ জেলা আ.লীগের সহসভাপতি ব্যারিস্টার ইমন গ্রেপ্তার দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনের কারাদন্ড ইজিবাইক সিএনজি যখন সড়কে যমদূত সেপ্টেম্বরে ৪৪৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৭ প্রকাশিত হলেই বিকশিত নয়

রঙ্গারচর ইউনিয়ন চেয়ারম্যান গোল্ডকাপ সম্পন্ন

  • আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০৮:১৪:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০৮:২৭:৩৭ পূর্বাহ্ন
রঙ্গারচর ইউনিয়ন চেয়ারম্যান গোল্ডকাপ সম্পন্ন
স্টাফ রিপোর্টার ::
প্রথমবারের মতো অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর উপজেলার ২নং রঙ্গারচর ইউনিয়নে ‘ইউনিয়ন চেয়ারম্যান গোল্ডকাপ’-এর ফাইনাল খেলাটি জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ইউনিয়নের রঙ্গারচর-হরিনাপাটি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালে ইউনিয়নের ২নং ওয়ার্ড বনাম ৯নং ওয়ার্ড প্রতিদ্বন্দ্বিতা করে। খেলাটি প্রথমার্ধে গোলশূন্য ড্র হয়। বিরতির পর ২নং ওয়ার্ড একটি চমৎকার গোল করলে এগিয়ে যায় তারা। পরে নির্ধারিত সময়ের খেলাটি ১-০ গোলে সমাপ্তি হয়। খেলাটি পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার রেফারি মো. শরিফ, সুমু ও সোহাগ। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলার আয়োজক ২নং রঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল হাই।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলা ছেলেমেয়েদের চরিত্র গঠনে অত্যন্ত সহায়ক। মননশীল কাজে আনন্দ যোগায়। পাড়াগাঁয়ে এতো সুন্দর পরিবেশে খেলার আয়োজনে আমি অভিভূত হয়েছি। রঙ্গারচর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হাই এই গোল্ডকাপের আয়োজন করে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। আমি তাঁকে ধন্যবাদ জানাই। সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মোহাম্মদ রফিকুল ইসলাম ও রঙ্গারচর হরিনাপাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গফুর খান।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাড. নুরুল ইসাম নুরুলকে ক্রেস্ট উপহার দেন খেলার আয়োজক চেয়ারম্যান মো. আব্দুল হাই। সম্মাননা ক্রেস্ট দেয়া হয় বিশেষ অতিথি ডা. রফিকুল ইসলাম ও শিক্ষক আব্দুল গফুর খানকে।
এছাড়াও সম্মাননা ক্রেস্ট দেয়া হয় ২নং ওয়ার্ড সদস্য মো. নিজাম উদ্দিন, ইউপি সদস্য শরকত আলী, মুজিবুর রহমান ও অন্যান্যদেরকে। শ্রেষ্ঠ খেলোয়াড়কেও পুরস্কার দেয়া হয়। শ্রেস্ঠ গোল কিপারকেও পুরস্কৃত করা হয়। পরে রানার্সআপ দলের ৯নং ওয়ার্ড সদস্যের হাতে নগদ ৩ হাজার টাকা ও ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। সবশেষে চ্যাম্পিয়ন দলের ২নং ওয়ার্ড সদস্য নিজাম উদ্দিন ও দলের অধিনায়কের হাতে ১ম পুরস্কার নগদ ৭ হাজার টাকা ও ট্রফি তুলে দেন অতিথিগণ। বৈরি আবহাওয়া উপেক্ষা করে খেলাটি উপভোগ করতে মাঠে দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচান, সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফারুক আহমদ লিলু, যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, যুগ্ম আহবায়ক মোর্শেদ আলম, জেলা বিএনপি নেতা আক্তারুজ্জামান মিন্টু, জিএম তাশহিজ, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম দিলু প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
পাঁচ আসনে নবীন মুখের ছড়াছড়ি

পাঁচ আসনে নবীন মুখের ছড়াছড়ি