সুনামগঞ্জ , রবিবার, ১২ অক্টোবর ২০২৫ , ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি মাসেই গ্রিন সিগন্যাল পাবেন ২০০ জন পাঁচ আসনে নবীন মুখের ছড়াছড়ি অদ্বৈত জন্মধাম পরিচালনা কমিটি গঠন নিয়ে দু’পক্ষের হাতাহাতি শিশুযত্ন কেন্দ্র, পাঁচ ভুবনে বেড়ে উঠছে শিশুরা হাজারো নেতাকর্মী নিয়ে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অ্যাড. নূরুল ইসলামের শোডাউন কারা সেফ এক্সিট চায়- নাহিদকে স্পষ্ট করার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার নির্মাণের পর থেকেই বন্ধ খাবার পানি পরীক্ষাগার বিআরটিএ’র মোটরযান পরিদর্শক দেলোয়ার হোসেন ওএসডি, আছে ঘুষ গ্রহণের অভিযোগও দোয়ারাবাজারের চিলাই নদীর বালু লুট ঠেকাতে বাঁশের ব্যারিকেড ফেরার সময় চলে এসেছে : তারেক রহমান আদালত চত্বরে নারীকে ছুরিকাঘাতে হত্যা, প্রাক্তন স্বামী গ্রেফতার আগামী নির্বাচনে ইসলামি সকল দলের বাক্স হবে একটা : চরমোনাই পীর ‎কেন্দ্রীয় যুবলদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের গণসংযোগ ‎জামালগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার লিটনের মতবিনিময় শহরে ব্যাঙের ছাতার মতো সিএনজি স্ট্যান্ড,অনুমোদন নেই একটিরও তাহিরপুরে যাদুকাটা বালুমহাল ১ এর সীমানা নির্ধারণ জেলা আ.লীগের সহসভাপতি ব্যারিস্টার ইমন গ্রেপ্তার দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনের কারাদন্ড ইজিবাইক সিএনজি যখন সড়কে যমদূত সেপ্টেম্বরে ৪৪৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৭

আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে : পাবেল চৌধুরী

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৯:৩৩:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৯:৪১:২৩ পূর্বাহ্ন
আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে : পাবেল চৌধুরী
দিরাই প্রতিনিধি ::
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, সুনামগঞ্জ-২ (দিরাই -শাল্লা) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন, জুলাই আন্দোলনের প্রথম শহীদ হলেন মেধাবী আবু সাঈদ, তার শাহাদতে উজ্জীবিত হয়ে দেশের ছাত্রজনতা বৈষম্যবিরোধী আরন্দোলন গড়ে তুলে, তারই ফলশ্রুতিতে আমরা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ ফিরে পাই। আর আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। তারই নির্দেশে আমাদের দলটি জুলাই আগস্ট বিপ্লবে সাহসী ভূমিকা পালন করে। আমাদের দলের প্রায় সাড়ে চারশো নেতাকর্মী শাহাদাত বরণ করেন। তিনি আরও বলেন, একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তিরা কখনো দেশের শান্তি চায় না। তারা এখনো দেশ বিরোধী চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, আমাদের দলের যারা দীর্ঘ ১৫-১৬ বছর মাঠে ছিলেন না আপনারা এখন দলে নেতৃত্ব দেওয়ার চিন্তা না আমাদের ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের সহায়তা করুন। কারণ আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের স্পষ্ট ঘোষণা একমাত্র ফ্যাসিস্ট ছাড়া সবাই বিএনপি করতে পারবেন, তবে জুলাই বিপ্লবের আগে যে নেতা-কর্মীরা আন্দোলন থেকে দূরে ছিলেন তাদের দলের নেতৃত্বে দেওয়া যাবে না, তারা ত্যাগীদের সহযোগী হয়ে কাজ করবেন। তিনি জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তারা আমাদের ভোটের অধিকার ফিরে দিয়েছেন, তাদের আত্মত্যাগ চিরঅম্লান রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে সকল অপশক্তির বিপক্ষে উপযুক্ত জবাব দিতে হবে। মঙ্গলবার দুপুরে জুলাই গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিরাই গণমিলনায়তন হলে উপজেলা যুবদলের প্রথম যুগ্ম আহবায়ক লিপন হাসান চৌধুরীর সভাপতিত্বে এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদ মিয়া ও পৌর কৃষক দলের আহবায়ক মোহাম্মদ আলীর যৌথ পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল করিম, দিরাই পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিজান, দিরাই উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুরুল হক তালুকদার, সোয়েব হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাবুর সরদার, জিলাল চৌধুরী, আবু সাঈদ, মঞ্জু মিয়া, বিএনপি নেতা আব্দুল ওলী, মৎস্যজীবী দলের আহবায়ক ইয়াহিয়া চৌধুরী, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সামছুল ইসলাম সরদার, শাল্লা উপজেলা যুবদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, দিরাই পৌর যুবদলের আহবায়ক মহি উদ্দিন তালুকদার মিলাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জুয়েল তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু হাসান চৌধুরী সাজু, দিরাই কলেজ ছাত্রদলের আহবায়ক সালমান মিয়া প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
বজ্র নিরোধক দন্ড কাজ করছে কি-না জানেনা কেউ!

বজ্র নিরোধক দন্ড কাজ করছে কি-না জানেনা কেউ!