সুনামগঞ্জ , শনিবার, ১২ জুলাই ২০২৫ , ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপহরণের ১৪ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বিরুদ্ধে টিআরের বরাদ্দ আত্মসাতের অভিযোগ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে অক্টোবরে আসামি থেকে রাজসাক্ষী : সুবিধা-অসুবিধা জুয়া ও মাদকে সয়লাব শ্রীপুর বাজার জগন্নাথপুরে এমপি প্রার্থী এমএ কাহারের সমর্থনে লিফলেট বিতরণ অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি ১ কোটি ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আমরা ফ্যাসিস্টমুক্ত দেশ গড়তে চাই : আরিফুল হক চৌধুরী নিত্য যানজটে ভোগান্তি শহরবাসীর জেলায় পাসের হার ৬৮.৪৬%, জিপিএ-৫ পেয়েছে ৪১৭ জন বিএনপিতে দুর্নীতিবাজদের ঠাঁই হবে না : কামরুজ্জামান কামরুল শিক্ষক সংকটের মধ্যে আরো ৫ জন বদলি! ভোটের প্রতীক ‘শাপলা’ নয়, নীতিগত সিদ্ধান্ত ইসির ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ হাওরে মাছের আকাল, চাষের পাঙ্গাসই এখন ভরসা তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় ৬ শতাধিক শিক্ষার্থীর জন্য মাত্র দুই শিক্ষক! দিরাই আ.লীগের সম্পাদক প্রদীপ রায় কারাগারে ৬ দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি মৎস্য কার্যালয়ে পাওয়া গেল অফিস সহায়কের মরদেহ
অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদের দাবি

দখলদারদের কবলে পৌরসভার জায়গা

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ১২:৩২:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ১২:৩৯:৪১ পূর্বাহ্ন
দখলদারদের কবলে পৌরসভার জায়গা
শহীদনূর আহমেদ ::
সুনামগঞ্জ পৌরসভার ময়নার পয়েন্ট সড়কসড়কের পাশেই ৬তলা বিশিষ্টমোনালিসা এপার্টমেন্ট’। বিলাসবহুল এই ভবনের সীমানা দেয়ালসহ সামনের বেশ কিছু অংশ পৌরসভার জায়গায় গড়ে তোলা হয়েছে। এক্ষেত্রে কোনো ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করেই ভবনের কিছু বেইজ স্থাপন করা হয়েছে পৌরসভার জায়গায়।
সম্প্রতি সড়ক প্রশস্তকরণ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করতে সড়কের দুই পাশের অবৈধ দখলদারদের চিহ্নিত করে পৌর কর্তৃপক্ষ। যার মধ্যে মোনালিসা এপার্টমেন্টের অংশও রয়েছে।
জানাযায়, প্রকল্পের ডিজাইন ঠিক রেখে ওই ভবনের দখলকৃত অংশ উচ্ছেদ না করেই সামনের বেইজের ভেতরের অংশ দিয়ে ড্রেন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন পৌরসভার সংশ্লিষ্টরা।
এ নিয়ে স্থানীয় সচেতন বাসিন্দারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলেন, পৌরসভার উচিত অবৈধ দখলদারদের উচ্ছেদ করা। কিন্তু এক্ষেত্রে অবৈধ দখলদারকে রক্ষার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আমরা চাই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পৌরসভার জায়গা দখলমুক্ত করা হোক।
স্থানীয়রা আরও জানান, মোনালিসা এপার্টমেন্টের মতো শহরের হোসেন বখত চত্বর থেকে শুরু করে ময়নার পয়েন্ট সড়ক, বিহারী পয়েন্ট সড়কের দুইপাশে রয়েছে শতাধিক অবৈধ দখলদার। সময়ের ব্যবধানে সড়কের জায়গায় কেউ স্থায়ী ভবন নির্মাণ করে বসবাস করছেন, কেউ সীমানা দেয়াল নির্মাণ করে নিজের দখলে রেখেছেন আবার কেউ দোকানপাট নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য চালাচ্ছেন।
সুনামগঞ্জ পৌরসভা সূত্রে জানাযায়, হোসেন বখত চত্বর থেকে ময়নার পয়েন্ট সড়ক ও বিহারী পয়েন্ট পর্যন্ত সড়কের দুইপাশের ২০-৩০ ফুট জায়গা পৌরসভার মালিকানাধীন। সময়ের ব্যবধানে এসব জায়গার বেশিরভাগই দখলে নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পৌর চেয়ারম্যান দেওয়ান মমিনুল মউজদীনের সময় কোনো কোনো বাসিন্দা পৌরসভার এসব ভূমি একসনা বন্দোবস্ত নেন। পরবর্তীতে কৌশলে নিজের আয়ত্বে নিয়ে ক্রয়-বিক্রয়ও করেছেন। এসব জায়গা দখলমুক্ত করতে বিগত সময়গুলোতে দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ। যার অন্যতম কারণ ছিল নির্বাচনী মাঠে ভোটের হিসাব-নিকাশ।
এদিকে, চলতি বছরের মার্চ মাসে একসনা বন্দোবস্তকৃত ভূমির বন্দোবস্ত বাতিল করে যাবতীয় অবকাঠামো অপসারণের নির্দেশ দেন পৌর প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। নির্দেশনা জারির ১৫ দিনের মধ্যে যাবতীয় স্থাপনা অপসারণ করার কথা থাকলেও চার মাসেও কার্যকর হয়নি প্রশাসকের নির্দেশ। এদিকে ড্রেন নির্মাণ, সড়ক প্রশস্তকরণসহ সড়কের দুই পাশের অবৈধ দখল উচ্ছেদে সম্প্রতি পৌর প্রশাসক বরাবরে আবেদন জানিয়েছেন শহরের বিহারী পয়েন্ট এলাকার সাত বাসিন্দা।
শহরের হাছননগর পূরবী আবাসিক এলাকার বাসিন্দা আবুল কাসেম বলেন, অবৈধ দখলদাররা রাস্তাঘাট দখল করে নিয়েছেন। বাসা থেকে বের হওয়া যায় না। আমাদের বাসার সামনা অবৈধ দখলদারদের দখলে। অবৈধ দখল উচ্ছেদে কোনো উদ্যোগ নেই।

স্থানীয় বাসিন্দা জিএম তাশহিজ বলেন, আমরা পৌরকর দেই পৌরসভার সেবা পাওয়ার জন্যে। ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে জলাবদ্ধতার সমস্যায় পড়তে হয়। সড়কের অনেক জায়গা দখল হয়ে গেছে। যে যেমন পারছে দখল করেছে। দখলদারদের কারণে পৌরসভা ড্রেন নির্মাণ করতে পারেনা, সড়ক প্রশস্ত করতে পারে না। আমরা চাই এসব অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হোক। সড়ক ও ড্রেনের উন্নয়ন হোক।

এ বিষয়ে পৌর প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, দখল উচ্ছেদে প্রয়োজনে পৌর কর্তৃপক্ষ কঠোর হবে। যারা জায়গা ছেড়ে দিবেনা তাদের স্থাপনা উচ্ছেদ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স