সুনামগঞ্জ , বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ , ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সভাপতি ও সম্পাদক পদে লড়ছেন চারজন জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত কবি ইকবাল কাগজী ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ আর নেই প্রাথমিকে এক হাজার শিক্ষকের পদ শূন্য ব্যাহত শিক্ষা কার্যক্রম শৃঙ্খলা ফিরছে না টাঙ্গুয়ার হাওরে গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে হবে : জেলা প্রশাসক শুভ জন্মদিন কবি ইকবাল কাগজী ফিটনেসবিহীন মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্সের আকৃতি দিয়ে চলছে রোগী পরিবহন শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা নিতে হবে মানা হচ্ছে না নির্দেশনা : টাঙ্গুয়ার হাওরে উচ্চ শব্দে গান-বাজনা চলছেই নানা সমস্যায় জর্জরিত বিদ্যালয়, পাঠদান ব্যাহত ঋণের চাপে বাড়ি ছাড়া, ফিরছেন লাশ হয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫ প্রাথমিক শিক্ষকরা গ্রামে থাকতে চান না, শহরে বদলি হতে চান : গণশিক্ষা উপদেষ্টা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা : অন্তর্বর্তী সরকার সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে দুদকের জিজ্ঞাসাবাদ নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায় আজ জেলা সিপিবি’র সম্মেলন এনএসআই সদস্য পরিচয়ে বিয়ে-প্রতারণা, তরুণ গ্রেপ্তার বালুর আগ্রাসনে ক্ষতিগ্রস্ত জমি, ঘরবাড়ি, রাস্তাঘাট

খালিদ মিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ১২:১৮:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ১২:৩৭:০৯ পূর্বাহ্ন
খালিদ মিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন
জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে খালেদ মিয়া হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
 
রোববার দুপুরে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের উত্তর কালনীরচর বাজারে স্থানীয় প্রতিবাদী জনতার উদ্যোগে মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, উত্তর কালনীরচর বাজারে একটি দোকানভিট নিয়ে বিরোধ ছিল দুই গ্রুপের মধ্যে। এ নিয়ে আদালতে মামলা চলছিল।
আদালতের রায়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। এ ঘটনার জের ধরে গত ৩১ মে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে খালিদ মিয়া (৪০) নৃশংসভাবে খুন হন এবং প্রায় ৩৫ জন আহত হন। এ ঘটনায় নিহতের ভাই শুক্কর আলী বাদী হয়ে প্রতিপক্ষের ৯৮ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় হত্যা মামলায় দায়ের করেন। মামলা-০১। তারিখ- ০৩/০৬/২০২৫ইং। মামলায় এ পর্যন্ত ৭ আসামি গ্রেফতার হলেও অন্য আসামিরা দিনের বেলায় পালিয়ে থাকে এবং রাতের বেলায় এলাকায় অবস্থান করে তারা নিজেরা নিজেদের ঘরবাড়ি ভাংচুর ও ঘরের মালামাল সরিয়ে পাল্টা কাউন্টার মামলা করছে। শুধু তাই নয়, মামলার বাদীপক্ষের লোকদের নানাভাবে প্রাণে হত্যার হুমকি দিচ্ছে। সভায় বক্তারা নিরীহ খালিদ মিয়ার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, আলাউর রহমান ইয়াওর, কুবাইব আহমেদ সিজুল, হোসেন মিয়া, রুহেল মিয়া ও নিহতের ভাই মোহন মিয়া প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছইল মিয়া, আবদুল মমিন, বশির উদ্দিন, খসরু মিয়া, আবদুল গফ্ফার, রশিদ মিয়া, কাহেল মিয়া, খলকু মিয়া, খালেদ মিয়া, লুৎফুর রহমান, জামিল হোসেন, মোহাম্মদ আলী, মুর্শেদ আহমদ, তুরন মিয়া, জাহাঙ্গীর মিয়া, সেবুল মিয়া, জলাল মিয়া, দিলোয়ার হোসেন, রাশেদ মিয়া, রিয়াইছ মিয়া, হালিম মিয়া, ইমন মিয়া, খালিফুর মিয়া, শফিকুল ইসলাম, আহবাবুর রহমান, সিরাজুল ইসলাম, হারুন মিয়া, মিছলু মিয়া, মোস্তফা মিয়া, গফ্ফার মিয়া, আতাউর রহমান, দরছ মিয়া প্রমুখ। মানববন্ধন শেষে স্থানীয় জনতা নিহত খালিদ মিয়ার বাড়িতে যান।
এ সময় তার মা পুত্রশোকে কান্নায় ভেঙে পড়েন এবং খুনিদের ফাসির দাবি জানান। নিহত খালিদ মিয়ার অবুঝ ৪ সন্তানসহ তার স্ত্রী বলেন, এখনো বাচ্চারা তাদের বাবার জন্য কাঁদে। তাদের বাবা কোথায় জানতে চায়। আমি উত্তর দিতে পারিনা। আমিও তাদের সাথে কাঁদি।

এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, খালিদ হত্যা মামলায় এ পর্যন্ত কয়েকজন আসামি গ্রেফতার হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রাথমিকে এক হাজার শিক্ষকের পদ শূন্য ব্যাহত শিক্ষা কার্যক্রম

প্রাথমিকে এক হাজার শিক্ষকের পদ শূন্য ব্যাহত শিক্ষা কার্যক্রম