সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ , ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাথমিকে এক হাজার শিক্ষকের পদ শূন্য ব্যাহত শিক্ষা কার্যক্রম শৃঙ্খলা ফিরছে না টাঙ্গুয়ার হাওরে গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে হবে : জেলা প্রশাসক শুভ জন্মদিন কবি ইকবাল কাগজী ফিটনেসবিহীন মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্সের আকৃতি দিয়ে চলছে রোগী পরিবহন শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা নিতে হবে মানা হচ্ছে না নির্দেশনা : টাঙ্গুয়ার হাওরে উচ্চ শব্দে গান-বাজনা চলছেই নানা সমস্যায় জর্জরিত বিদ্যালয়, পাঠদান ব্যাহত ঋণের চাপে বাড়ি ছাড়া, ফিরছেন লাশ হয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫ প্রাথমিক শিক্ষকরা গ্রামে থাকতে চান না, শহরে বদলি হতে চান : গণশিক্ষা উপদেষ্টা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা : অন্তর্বর্তী সরকার সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে দুদকের জিজ্ঞাসাবাদ নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায় আজ জেলা সিপিবি’র সম্মেলন এনএসআই সদস্য পরিচয়ে বিয়ে-প্রতারণা, তরুণ গ্রেপ্তার বালুর আগ্রাসনে ক্ষতিগ্রস্ত জমি, ঘরবাড়ি, রাস্তাঘাট যৌথবাহিনীর অভিযানে রিভলবার উদ্ধার একটি পাথর সরালে জীবন ঝালাপালা করে দেব : ডিসি সারওয়ার আলম সীমান্তে ভারতীয় মোটরসাইকেল জব্দ

বিএনপি নেতার অশোভন আচরণের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ১২:১৫:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ১২:৩৫:৪৫ পূর্বাহ্ন
বিএনপি নেতার অশোভন আচরণের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার ইসলামপুর ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় মনোনয়ন জমা দিতে বিলম্ব হওয়ায় ক্ষুব্ধ হয়ে শিক্ষককে অশালীন ভাষায় গালিগালাজ করেছেন এক স্থানীয় বিএনপি নেতা। ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেন।

সোমবার (৭ জুলাই) দুপুরে ইসলামপুর ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা মাদ্রাসা প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে এবং ক্লাস বর্জন করে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
মাদ্রাসার সুপার মোহাম্মদ আলী ভূঁইয়া জানান, আগামী ২১ জুলাই মাদ্রাসার পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৩ জুলাই বিকেল ৪টা পর্যন্ত। কিন্তু স্থানীয় বিএনপি নেতা আজির বেগ নির্ধারিত সময়ের পর মনোনয়ন জমা দিতে আসেন। সময় শেষ হয়ে যাওয়ায় তা গ্রহণ না করায় তিনি উত্তেজিত হয়ে সুপার এবং এক অফিস সহকারীকে প্রকাশ্যে গালিগালাজ করেন। এই ঘটনায় মুহূর্তের মধ্যেই মাদ্রাসা প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে এবং ‘শিক্ষকের অপমান মানি না’ স্লোগান দিয়ে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই বিক্ষোভে তারা অভিযুক্ত আজির বেগের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। পরবর্তীতে মাদ্রাসা সুপার, শিক্ষক ও এলাকাবাসীর হস্তক্ষেপে শিক্ষার্থীরা শান্ত হয় এবং ক্লাসে ফিরে যায়।
এ বিষয়ে আজির বেগ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কাউকে গালিগালাজ করিনি, এটি একটি ভুল বোঝাবুঝি। বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাজানো হয়েছে।

উল্লেখ্য, দোয়ারাবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস গত ২৫ জুন ইসলামপুর ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির নির্বাচন তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিল ১-৩ জুলাই, যাচাই-বাছাই ৭ জুলাই, প্রত্যাহার ১০ জুলাই এবং ভোট গ্রহণ হবে ২১ জুলাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রাথমিকে এক হাজার শিক্ষকের পদ শূন্য ব্যাহত শিক্ষা কার্যক্রম

প্রাথমিকে এক হাজার শিক্ষকের পদ শূন্য ব্যাহত শিক্ষা কার্যক্রম