দিরাইয়ে দুই পদের বিপরীতে বিএনপির ১৬০ জনের আবেদন
- আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৯:৫১:৫৪ অপরাহ্ন
- আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৯:৫১:৫৪ অপরাহ্ন

দিরাই প্রতিনিধি ::
উপজেলার ৯টি ইউনিয়নের আহবায়ক ও যুগ্ম আহবায়ক পদের জন্য ১৬০ জন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির কাছে আবেদন করেছেন।
বিএনপি সূত্রে জানা যায়, মাসব্যাপী উপজেলা বিএনপি প্রতিটি ইউনিয়নে কর্মীসভা ও ইউনিয়ন বিএনপির আহবায়ক ও যুগ্ম আহবায়ক পদের জন্য ফরম বিতরণ কার্যক্রম শেষ করেছেন।
এ ব্যাপারে উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক বলেন, প্রতিটি ইউনিয়নের জন্য একজন আহ্বায়ক ও একজন যুগ্ম আহ্বায়কসহ ১১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হবে। দুই টি পদের বিপরীতে রাজানগর ইউনিয়নে ৩৫ জন, করিমপুরে ২৫ জন, জগদলে১৮ জন, তাড়লে ১৬ জন, ভাটিপাড়ায় ১৫ জন, চরনারচরে ১৪জন, সরমঙ্গলে ১৪ জন, রফিনগরে ১৩ জন, কুলঞ্জ ইউনিয়নে ১০ জন আবেদন করেছেন। আমরা আহ্বায়ক কমিটির সকল সদস্যের মতামতের ভিত্তিতে ত্যাগী নেতাকর্মীদের দিয়ে শীঘ্রই ৯টি ইউনিয়নের আহ্বায়ক কমিটি ঘোষণা করবো।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ