দিরাইয়ে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
- আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৯:৪৮:৩১ অপরাহ্ন
- আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৯:৪৮:৩১ অপরাহ্ন

দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে ভাটি বাংলা এল.পি.এস ফাউন্ডেশনের উদ্যোগে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে সৃজনশীলতা বিকাশে এই আয়োজনটি ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে স¤পন্ন হয়। আজ শনিবার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিব সরকার।
পূর্ব দিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সোহম দাস জাতীয় পর্যায়ে কবিতা আবৃত্তিতে দ্বিতীয় স্থান অর্জন করে কৃতিত্ব লাভ করে। শনিবার সোহম দাসের সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রীতিভুষণ দাস। অন্যদিকে, কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী, অসিম রায় চৌধুরী, অঞ্জলি নৃত্য নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক আবৃত্তি শিক্ষক শুচিতা রায়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ