সুনামগঞ্জ , শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ , ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আলোচনায় জামায়াত, জমিয়ত, এনসিপি, খেলাফত ও ইসলামী আন্দোলনের প্রার্থীরাও ফেব্রুয়ারি ঘিরেই বিএনপি’র প্রস্তুতি ছয়মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭৭৮ জন দিরাইয়ে দুই পদের বিপরীতে বিএনপির ১৬০ জনের আবেদন ‘মব’ আমাদের সংস্কৃতির অংশ নয় দেড় কোটি টাকার বরাদ্দে নয়ছয় জনগণের স্বার্থবিরোধী বিষয়ে কোনো ছাড় নয় : তারেক রহমান পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু জনউদ্যোগের জনসচেতনতামূলক ক্যাম্পেইন জেলা খেলাফত মজলিসের তরবিয়তী মজলিস অনুষ্ঠিত শেখ হাসিনার ৬ মাসের কারাদন্ড সীমান্তে চার বাংলাদেশি নাগরিক ও দুই পাচারকারী আটক শান্তিগঞ্জে ৫ দিন ধরে ব্যবসায়ী নিখোঁজ, সন্ধান চেয়ে মানববন্ধন প্রকাশ্যে চেলা নদীর বালু লুট গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক কমিটি অনুমোদন ডাচ্-বাংলা ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ধোপাজানে থেমে নেই বালু-পাথর লুটপাট সৌর বিদ্যুৎ প্রকল্প কাজে আসেনি, শাল্লার পাঁচ গ্রাম অন্ধকারে ছাতকে বালুখেকোদের বিরুদ্ধে অভিযান : ৪টি অবৈধ ড্রেজার বিকল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, কনস্টেবল শ্রীঘরে

পরিবহন সংকট নিরসনের দাবিতে সুবিপ্রবি শিক্ষার্থীদের আল্টিমেটাম

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০১:২০:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০১:২০:৩১ পূর্বাহ্ন
পরিবহন সংকট নিরসনের দাবিতে সুবিপ্রবি শিক্ষার্থীদের আল্টিমেটাম
শান্তিগঞ্জ প্রতিনিধি :: অবিলম্বে পরিবহন সংকট নিরসনের দাবি জানিয়েছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীরা। দাবি পূরণে কর্তৃপক্ষকে আট দিনের আল্টিমেটাম দিয়েছেন তারা। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে শান্তিগঞ্জে অস্থায়ী ছাত্রাবাসে সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেন তারা। শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের পরিবহনের জন্য ইতোমধ্যে দেড় কোটি টাকা বরাদ্দ থাকলেও ইউজিসি’র অনুমতি না পাওয়ার অজুহাত দেখিয়ে কর্তৃপক্ষ বাস কেনার কোনো উদ্যোগ নিচ্ছে না। ফলে প্রতিদিন তাদের ব্যক্তিগতভাবে সিএনজি বা বাসে যাতায়াত করতে হচ্ছে। এতে অর্থ ও সময় অপচয় হচ্ছে। তারা বলেন, হাফপাস নিয়ে প্রায়ই যানবাহন চালকদের সঙ্গে বিতর্কে জড়াতে হয় শিক্ষার্থীদের। অনেক ক্ষেত্রে তাদেরকে অপমানজনক আচরণের শিকার হতে হচ্ছে। এ নিয়ে ইতিপূর্বে বাসচালকের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, আমরা শুধু বাস নয়, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার চাই। টাকা থাকলেও প্রশাসন অনুমতির অজুহাতে দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। বাসের পাশাপাশি মানস¤পন্ন হল ও লাইব্রেরির ব্যবস্থাও জরুরি। আগামী ১০ জুলাইয়ের মধ্যে বাসের ব্যবস্থা না হলে শিক্ষার্থীরা ক্লাস বর্জনসহ কঠোর কর্মসূচিতে যাবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শিক্ষার্থী জাকারিয়া নাইম, জি এম তাইমুম, সুরভী চৌধুরী, সোহানুর রহমান ও তাকবিল হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন মিনহাজুল মিনাল, সাব্বির হোসেন, তনুশ্রী দেব, সুদিপ্তা চৌধুরী, আশরাফ হোসেন, লাবণ্য ম-ল, আদিবা জামান নাফি, আব্দুর রহমান নিশাদ, রুবাইয়া বর্ষা, তাসমিম অধরা, পূজা রায়, তাসনিম জাহান, সাফিন আহমেদ, নাহিয়ানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আলোচনায় জামায়াত, জমিয়ত, এনসিপি, খেলাফত ও ইসলামী আন্দোলনের প্রার্থীরাও

আলোচনায় জামায়াত, জমিয়ত, এনসিপি, খেলাফত ও ইসলামী আন্দোলনের প্রার্থীরাও