সুনামগঞ্জ , রবিবার, ১৩ জুলাই ২০২৫ , ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঁচ গুণিজনকে সম্মাননা প্রদান ‘রাজসাক্ষী’ হিসেবে শর্তসাপেক্ষে চৌধুরী মামুনকে ক্ষমা করা যেতে পারে : ট্রাইব্যুনাল ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি, স্পষ্ট হচ্ছে অদৃশ্য শত্রু : তারেক রহমান চার উপজেলায় এসিল্যান্ড নেই, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা শহরের খাল উদ্ধারে ফের শুরু হচ্ছে অভিযান তাহিরপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০ এনসিপি’র সুনামগঞ্জ জেলা সমন্বয় কমিটি গঠন অপহরণের ১৪ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বিরুদ্ধে টিআরের বরাদ্দ আত্মসাতের অভিযোগ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে অক্টোবরে আসামি থেকে রাজসাক্ষী : সুবিধা-অসুবিধা জুয়া ও মাদকে সয়লাব শ্রীপুর বাজার জগন্নাথপুরে এমপি প্রার্থী এমএ কাহারের সমর্থনে লিফলেট বিতরণ অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি ১ কোটি ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আমরা ফ্যাসিস্টমুক্ত দেশ গড়তে চাই : আরিফুল হক চৌধুরী নিত্য যানজটে ভোগান্তি শহরবাসীর জেলায় পাসের হার ৬৮.৪৬%, জিপিএ-৫ পেয়েছে ৪১৭ জন বিএনপিতে দুর্নীতিবাজদের ঠাঁই হবে না : কামরুজ্জামান কামরুল শিক্ষক সংকটের মধ্যে আরো ৫ জন বদলি!

জনগণের স্বার্থবিরোধী বিষয়ে কোনো ছাড় নয় : তারেক রহমান

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০১:০৯:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০১:০৯:২৫ পূর্বাহ্ন
জনগণের স্বার্থবিরোধী বিষয়ে কোনো ছাড় নয় : তারেক রহমান
সুনামকণ্ঠ ডেস্ক :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার অনেকগুলো সংস্কারের উদ্যোগ নিয়েছে, বিভিন্ন বিষয়ে রিফর্ম করেছে। কিন্তু এই সংস্কারের প্রস্তাব আমরা দেশের মানুষের কাছে দুই বছর আগেই দিয়েছি। কিছু কিছু জিনিসের সঙ্গে আমরা একমত নই। তারপরও আমরা ছাড় দিয়েছি, মেনে নিয়েছি। যাতে নির্বাচনে সব দল আসে। কিন্তু ছাড় দেওয়ার অর্থ এই নয় যে অন্য ব্যাপারে ছাড় দেব। জনগণের স্বার্থবিরোধী বিষয়ে কোনো ছাড় নয়। বুধবার বিকেলে পটুয়াখালীর জিমনেশিয়ামে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন। তারেক রহমান বলেন, দেশের ভোটারের অধিকাংশ বিএনপির পক্ষে - সেই কারণে একটি বড় দল হিসেবে বিএনপি অনেক ছাড় দিয়েছে। আমাদের নীতি-আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য জনগণের সামনে তুলে ধরব। এ ছাড়া স্বৈরাচারকে বিতাড়িত করতে বিএনপির পাশাপাশি আরও অনেকের অবদান রয়েছে। এ কারণে ছোট ছোট রাজনৈতিক দলের সঙ্গে বসতে হবে, আলোচনা করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘গত ১৫ বছরে আমাদের ৭০০ নেতা-কর্মী নিহত হয়েছেন। হাজার হাজার নেতা-কর্মী আহত হয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন। নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে দেশের ও মানুষের প্রতি আমাদের দায়িত্ব বেশি। সহকর্মীবৃন্দ, মানুষের আপনাদের কাছে প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে হবে। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। জনগণের সমর্থন আপনার পক্ষে রাখুন। তারেক রহমান নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী বিগত ফাসিস্ট সরকার কাজ করেনি। তাই তারা পালিয়ে গিয়েছে। তাই মানুষের প্রত্যাশা রাখতে হবে। আপনাদের কাছে আহ্বান, আমরা এমন কোনো কাজ করব না যে কাজের কারণে মানুষ আমাদের প্রতি বিরক্ত হবে। সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া সভাপতিত্ব করেন। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। বিশেষ অতিথি আলতাফ হোসেন চৌধুরীসহ কেন্দ্রীয় বিএনপির ডজনখানেক নেতা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স