আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংগঠনিক প্রস্তুতি
- আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ১২:৩৩:৫৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ১২:৩৩:৫৬ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা জমিয়তের কাউন্সিল ও কর্মী সম্মেলন সফলের লক্ষ্যে জামালগঞ্জ উপজেলা জমিয়তের মতবিনিময় সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আবাবিল নুরানী একাডেমি মাদ্রাসার হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জামালগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি শায়খুল হাদীস মাওলালা আব্দুল গাফফারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আলমগীরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহবয়াক ও সুনামগঞ্জ ১ আসনে জমিয়ত ও ১২ দলীয় জোট মনোনীত এবং যুগপৎ আন্দোলনের প্রধান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ রশীদ আহমদ।
বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা জমিয়ত সহ সভাপতি মাওলানা আবুল কাশেম জিহাদী, জেলা কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্য এম আব্দুল হাফিজ, জামালগঞ্জ উপজেলা জমিয়ত সহসভাপতি মাওলানা আব্দুল মতিন,মাওলানা জাকারিয়া আল মামুন,শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সহসম্পাদক হাফিজ আতিকুর রহমান, সদর ইউপি জমিয়ত সভাপতি হাফিজ হারুনুর রশীদ, বেহেলী ইউপি জমিয়ত নেতা মাওলানা সামছুদ্দীন, সদর ইউপি জমিয়ত নেতা মুফতি হুমায়ুন কবির, ফেনারবাঁক ইউপি জমিয়ত নেতা মাওলানা রশীদ আহমদ, ভীমখালী ইউপি জমিয়ত নেতা মাওলানা শামসুল ইসলাম, সাচনা ইউপি জমিয়ত নেতা হাফিজ মঞ্জুর রশীদ আমিনী, যুব জমিয়ত সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম সাজিদ, উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি মাহদী হাসান রাসেল, সাধারণ সম্পাদক আফাজুল হাসান তানজিম প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ