শাবিপ্রবিতে চালু হচ্ছে যুগোপযোগী ১৩ বিভাগ
- আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৮:২৮:১৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৮:২৮:১৭ পূর্বাহ্ন

সুনামকণ্ঠ ডেস্ক ::
দেশের অগ্রগতি ও দক্ষ মানবস¤পদ তৈরি করতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চালু হচ্ছে নতুন ১৩টি বিভাগ। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী গৃহীত বিভাগগুলোর মধ্যে রয়েছে, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিং, আইন, এভিয়েশন, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজসহ নতুন ১৩টি বিভাগ। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
উপ-উপাচার্য বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে যুগপোযোগী ১৩টি বিভাগ চালুর সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলে পাস হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে এসব বিভাগগুলো চালু হবে।
তিনি আরও বলেন, বর্তমানে শাবিপ্রবিতে হল, একাডেমিক ভবন, মসজিদ, আবাসিক ভবনসহ অনেকগুলো ভবনের কাজ চলমান রয়েছে। তাই যুগের সাথে গুরুত্বপূর্ণ বিভাগ চালু করা গেলে এটি পূর্ণাঙ্গ একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে, পূরণ হবে সিলেটবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে একাডেমিক কার্যক্রম শুরুর পর থেকে বর্তমানে ৬টি অনুষদের অধীনে ২৭টি বিভাগ চালু রয়েছে। তবে গত ১৭ বছরে সমুদ্রবিজ্ঞান বিভাগছাড়া আর কোন বিভাগ খোলা হয়নি এ বিশ্ববিদ্যালয়ে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে নতুন ১৩ বিভাগ চালুর বিষয়টি পাস হয়েছে। নতুন বিভাগ খোলার অনুমোদন চেয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) চিঠি পাঠিয়েছে কর্তৃপক্ষ। ইউজিসি অনুমোদন দিলেই আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে এসব বিভাগ চালু হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ