জগন্নাথপুর উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের কমিটি অনুমোদন
- আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৮:১০:৫৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৮:১০:৫৩ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায় ও সাধারণ সম্পাদক বিমল বণিক স্বাক্ষরিত পত্রে কমিটির অনুমোদন দেয়া হয়।
সুনামগঞ্জ জগন্নাথ জিউর মন্দিরে কমিটির অনুমোদনপত্র গ্রহণকালে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির আহ্বায়ক বিজন কুমার দেব, সদস্য সচিব বিভাস দে, সদস্য অমিত দেব, পৌর শাখার সদস্য সচিব দীপক কুমার দেব। অনুমোদিত কমিটিতে বিজন কুমার দেবকে আহ্বায়ক ও বিভাস দে-কে সদস্য সচিব করে ১৭ সদস্যবিশিষ্ট জগন্নাথপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ও প্রদীপ সূত্রধরকে আহ্বায়ক ও দীপক কুমার দেবকে সদস্য সচিব করে ১৭ সদস্যবিশিষ্ট পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিকে ৯০ দিনের মধ্যে সম্মেলন করতে নির্দেশ দেওয়া হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ