সুনামগঞ্জ , শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ , ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আলোচনায় জামায়াত, জমিয়ত, এনসিপি, খেলাফত ও ইসলামী আন্দোলনের প্রার্থীরাও ফেব্রুয়ারি ঘিরেই বিএনপি’র প্রস্তুতি ছয়মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭৭৮ জন দিরাইয়ে দুই পদের বিপরীতে বিএনপির ১৬০ জনের আবেদন ‘মব’ আমাদের সংস্কৃতির অংশ নয় দেড় কোটি টাকার বরাদ্দে নয়ছয় জনগণের স্বার্থবিরোধী বিষয়ে কোনো ছাড় নয় : তারেক রহমান পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু জনউদ্যোগের জনসচেতনতামূলক ক্যাম্পেইন জেলা খেলাফত মজলিসের তরবিয়তী মজলিস অনুষ্ঠিত শেখ হাসিনার ৬ মাসের কারাদন্ড সীমান্তে চার বাংলাদেশি নাগরিক ও দুই পাচারকারী আটক শান্তিগঞ্জে ৫ দিন ধরে ব্যবসায়ী নিখোঁজ, সন্ধান চেয়ে মানববন্ধন প্রকাশ্যে চেলা নদীর বালু লুট গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক কমিটি অনুমোদন ডাচ্-বাংলা ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ধোপাজানে থেমে নেই বালু-পাথর লুটপাট সৌর বিদ্যুৎ প্রকল্প কাজে আসেনি, শাল্লার পাঁচ গ্রাম অন্ধকারে ছাতকে বালুখেকোদের বিরুদ্ধে অভিযান : ৪টি অবৈধ ড্রেজার বিকল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, কনস্টেবল শ্রীঘরে

শান্তিগঞ্জে ৫ দিন ধরে ব্যবসায়ী নিখোঁজ, সন্ধান চেয়ে মানববন্ধন

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৮:০৫:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৮:০৫:১৬ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে ৫ দিন ধরে ব্যবসায়ী নিখোঁজ, সন্ধান চেয়ে মানববন্ধন
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার গণিগঞ্জ বাজারের ব্যবসায়ী ও সামাজিক সংগঠন বিজয় সমাজকল্যাণ সংস্থার সাবেক দপ্তর স¤পাদক ফখরুল ইসলাম জয়ের সন্ধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুরে বিজয় সমাজকল্যাণ সংস্থার আয়োজনে গণিগঞ্জ বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন গণিগঞ্জ বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ। বিজয় সমাজকল্যাণ সংস্থার সাবেক যুগ্ম সাধারণ স¤পাদক মুহিবুর রহমান মানিকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন নিখোঁজ ফখরুলের বাবা মাওলানা বশির আহমদ, বিজয় সমাজকল্যাণ সংস্থার সাবেক দুই সভাপতি ফরিদ আহমদ ও মনোয়ার হোসেন হিমেল, নির্বাহী সদস্য জিলাল উদ্দিন, শিব্বির আহমদ, ইউপি সদস্য মাহবুব তালুকদার, ব্যবসায়ী সাদ্দাম হোসেন, জাকারিয়া আহমদ, শাহআলম ও সংস্থার সাবেক সহ-সভাপতি ছাব্বির আহমদ। বক্তারা বলেন, গত ২৮ জুন সকালে প্রতিদিনের মতো গণিগঞ্জ বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান ফ্যামাস টেলিকমে আসেন ফখরুল ইসলাম জয়। কিন্তু ওইদিন রাতে আর বাড়ি ফেরেননি। দোকানের সাটার অর্ধেক নামানো অবস্থায় নিখোঁজ হয় সে। তার মুঠোফোন বন্ধ রয়েছে ওইদিন থেকে। আত্মীয়, বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ করেও ফখরুলের খোঁজ মেলেনি। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে। কিন্তু নিখোঁজের ৫ দিন অতিবাহিত হলেও ফখরুলের কোনো সন্ধান পাওয়া যায়নি। আমরা থানা প্রশাসনকে বলবো, তার ফোন ট্র্যাকিং ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ফখরুলকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অক্ষত অবস্থায় ফেরত দিন। কান্নাজড়িত কণ্ঠে নিখোঁজ ফখরুলের বাবা বশির আহমদ বলেন, আমার ছেলে ৫ দিন ধরে নিখোঁজ। তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তার জন্য দুশ্চিন্তায় আমাদের পরিবারের সবাই। আমি শান্তিগঞ্জ থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি যেন অতি দ্রুত আমার ছেলেকে অক্ষত অবস্থায় আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বিজয় সংস্থা সমাজকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য সিরাজুল আলম, সাবেক অর্থ সম্পাদক হুমায়ুন আহমদ, সদস্য রাসেল আহমদ, হুমায়ুন আহমদ, গণিগঞ্জ গ্রামের বাসিন্দা আঞ্জু মিয়া, হাবিবুর রহমান, শাহিনুর রহমান, মজুমদার আলী, নুনু মিয়া, ব্যবসায়ী মোস্তফা মিয়া, সালাতুর রহমান, সইদুর মিয়া, জাকারিয়া, আঙ্গুর মিয়া, হাবিজ মিয়া, নুর ইসলাম, সাগর মিয়া প্রমুখ। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। নিখোঁজ ফখরুল ইসলামের সন্ধানে থানা পুলিশ কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আলোচনায় জামায়াত, জমিয়ত, এনসিপি, খেলাফত ও ইসলামী আন্দোলনের প্রার্থীরাও

আলোচনায় জামায়াত, জমিয়ত, এনসিপি, খেলাফত ও ইসলামী আন্দোলনের প্রার্থীরাও