ছাতকে জাবা ইংলিশ ও কম্পিউটার লার্নিং সেন্টার উদ্বোধন
- আপলোড সময় : ০১-০৭-২০২৫ ১১:৪০:২৯ অপরাহ্ন
- আপডেট সময় : ০১-০৭-২০২৫ ১১:৪০:২৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ::
ছাতকে জাবা ইংলিশ ও কম্পিউটার লার্নিং সেন্টার উদ্বোধন করা হয়েছে। উপজেলায় বাংলা ও আরবির পাশাপাশি ইংরেজি শিক্ষার প্রসার ঘটাতে এবং শিশুদের ইংরেজি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে মঙ্গলবার বিকেলে শহরের বালিকা বিদ্যালয় রোডস্থ জাবা মেডিকেল সেন্টারের পাশে জাবা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে জাবা ইংলিশ ও কম্পিউটার লার্নিং সেন্টারের উদ্বোধন করা হয়। ট্রাস্টের চেয়ারম্যান ও কমিউনিটি নেতা শিক্ষাবিদ আলহাজ্ব জাহাঙ্গীর আলম এই সেন্টারের উদ্বোধন করেন।
উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেন্টারের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম। ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনির সভাপতিত্বে ও মল্লিকপুর ইউনিয়ন এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সেন্টারের পরিচালক কামাল উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক সরকারি কলেজের অধ্যাপক আব্দুল হামিদ, মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিন, পেপার মিল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বদরুল আলম, শিক্ষক আব্দুল ওয়াহাব, আব্দুল জব্বার রনি।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন পেপার মিল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বদরুল আলম।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ