সদর হাসপাতালে নিরাপদ খাবার পানির প্ল্যান্ট উদ্বোধন
- আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৯:১৯:১১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৯:১৯:১১ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
রোগীদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করতে সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অত্যাধুনিক ‘জম জম’ নামক একটি পানি সরবরাহ প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ জুন) সকালে এই প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর ফলে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির চাহিদা পূরণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী পরিচালক ডা. সুমন বণিক, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) জেলা শাখার সভাপতি ডা. মো. আব্দুল হাকিম, হাসপাতালের আর.এম.ও. ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম, আরপি (শিশু) ডা. মোহাম্মদ আবুল কালামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা নিরাপদ পানির গুরুত্ব এবং রোগীদের স্বাস্থ্য সুরক্ষায় এর অপরিহার্যতা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, বিশুদ্ধ পানি মানুষের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। বিশেষ করে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য এর প্রয়োজনীয়তা অপরিসীম। বক্তারা আশা প্রকাশ করেন যে, এই ‘জম জম’ প্ল্যান্টের মাধ্যমে হাসপাতাল প্রাঙ্গণে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পানির সরবরাহ নিশ্চিত হবে, যা রোগীদের দ্রুত আরোগ্য লাভে সহায়ক ভূমিকা পালন করবে। এই উদ্যোগ সুনামগঞ্জ সদর হাসপাতালের সেবার মানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ