মানববন্ধন
মুরাদনগরে ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
- আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৯:০৭:২৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৯:০৭:২৭ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
কুমিল্লার মুরাদনগরে হিন্দু নারীকে ধর্ষণ ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় বিচার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবসংঘ। সোমবার (৩০ জুন) বিকেল ৫টায় সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। সংগঠনের সভাপতি মহানামব্রত চক্রবর্তীর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা হিমাদ্রি রায়ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক ও জেলা সাধারণ স¤পাদক বিমল বণিক, আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবসংঘের সাধারণ স¤পাদক কিরণ রায়, কোষাধ্যক্ষ জয় বণিক, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য প্রসেজিৎ নন্দী, অ্যাডভোকেট নিত্য গোপাল গোস্বামী, মৌলভীবাজারের বাসু ঘোষ মন্দিরের অধ্যক্ষ পার্থ দাস সারথী, জেলা পূজা পরিষদের সহ-সভাপতি কলি তালুকদার আরতি প্রমুখ।
বক্তারা বলেন, গত ২৬ জুন (বৃহস্পতিবার) রাতে ওই নারী তার বাবার বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগরের পাঁচকিত্তা গ্রামে বেড়াতে গেলে রাতে তার অনুপস্থিত পিতামাতার ঘরে স্থানীয় লম্পট ফজর আলী ও তার সহযোগীরা জোরপূর্বক প্রবেশ করে তাকে বিবস্ত্র করে ধর্ষণ করে এবং ঘটনার ভিডিও ধারণ করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেওয়ায় সারাদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনার পর ধর্ষণকারী ফজর আলীকে গত ২৮ জুন শনিবার রাতে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া ভিডিও ছড়ানোর ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বক্তারা বলেন, মামলা দায়েরের পর ধর্ষিতার পরিবার নানা ধরনের হুমকির সম্মুখীন হচ্ছে। বক্তারা অবিলম্বে সকল অভিযুক্তের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- দাবি করেন। নেতৃবৃন্দ আরও বলেন, সংখ্যালঘুরা এ দেশের বাইরে থেকে আসেনি, তারাও সমানভাবে বাংলাদেশের নাগরিক। এ ঘটনায় যদি কোনো নাটকীয়তা তৈরি হয়, তবে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ