সুনামগঞ্জ , মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ , ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরা চেলা নদীতে বালুখেকোদের তান্ডব, হুমকিতে রোপওয়ে আশ্রয়ণ প্রকল্প টাঙ্গুয়ার হাওর জলাভূমি বাস্তবায়ন প্রকল্পের সম্প্রদায়ভিত্তিক ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অ্যাড. আব্দুল হকের প্রচারণা শুরু দেশ বদলাতে চাইলে নিজেকে বদলাতে হবে : বিভাগীয় কমিশনার এক মাসে জব্দ প্রায় ১৫ কোটি টাকার অবৈধ পণ্য জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন পথে যেতে যেতে : পথচারী সুনামগঞ্জ পৌরসভার ৬২ কোটি টাকার বাজেট ঘোষণা বজ্রপাতের ঝুঁকিতে সুনামগঞ্জ শীর্ষে বন্ধ করা হলো সেই গ্যাস পাইপ লাইনের লিকেজ আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছে সুনামগঞ্জের ইমা হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সে গ্রাহক হয়রানি, বছরের পর বছর ঘুরেও মিলছে না বীমার টাকা পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৬ সেনা নিহত টাঙ্গুয়ার হাওর রক্ষায় কাজ করবে সরকার: মহাপরিচালক শহরে সক্রিয় মাদক কারবারিরা চোখের সামনে বিলীন হচ্ছে ভিটেমাটি সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন অ্যাড. নুরুল ইসলামকে ফতেপুর বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা জ্ঞাপন আধিপত্য নিয়ে লড়াইয়ের অবসান চান গ্রামবাসী কাজ না করেই তিন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অ্যাড. আব্দুল হকের প্রচারণা শুরু

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৮:৫৪:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৮:৫৪:০৯ পূর্বাহ্ন
সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অ্যাড. আব্দুল হকের প্রচারণা শুরু
বিশ্বম্ভরপুর প্রতিনিধি :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী অ্যাড. আব্দুলক হক আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বর্ষীয়ান এই আইনজীবী সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর-ক্ষমতাস¤পন্ন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার বিকেলে তার নিজ এলাকা সলুকাবাদ ইউনিয়নের চালবন পয়েন্ট থেকে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় এই প্রচারণা। শোভাযাত্রায় বিএনপির নেতা-কর্মী ছাড়াও শত শত স্থানীয় জনতা অংশ নেন। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত পথসভায় নেতাকর্মীরা বলেন, “এই প্রথম বিশ্বম্ভরপুর উপজেলার একজন শিক্ষিত ও গ্রহণযোগ্য নেতাকে এমপি পদে প্রার্থী হিসেবে পেয়ে আমরা গর্বিত। জেলার ১২টি উপজেলার মধ্যে বিশ্বম্ভরপুর থেকে এমপি হওয়ার মতো এতো যোগ্য ও অভিজ্ঞ নেতা আগে কখনো আসেননি।” পথসভায় বক্তারা আরও বলেন, “স্বাধীনতার ৪ যুগ পেরিয়ে গেলেও বিশ্বম্ভরপুরবাসী এখনো নিজ এলাকার কাউকে সংসদ সদস্য হিসেবে পায়নি। এবার সেই ইতিহাস পাল্টানোর সময় এসেছে। অ্যাডভোকেট আব্দুল হক শুধু জেলা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন না, তিনি একইসঙ্গে সুনামগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি হয়ে পুরো উপজেলা তথা জেলার সুনাম বাড়িয়েছেন।” প্রচারণার অংশ হিসেবে দিনব্যাপী অ্যাড. আব্দুল হক বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের শক্তিয়ারখলা, মিয়ারচর বাজার, উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় বিএনপির ৩১ দফা কর্মসূচি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো সংস্কারের বার্তা সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন। দিনের শেষ দিকে তিনি বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির নতুনপাড়াস্থ দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে অংশ নেন। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করা ও জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে দিকনির্দেশনা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমদ। এছাড়া বৈঠকে বক্তব্য দেন আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ