আকাশ ছোঁয়ার পথে হাওরপাড়ের কন্যা ইমা’র জন্য শুভকামনা
- আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৮:৩৭:৩৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৮:৩৭:৩৯ পূর্বাহ্ন

হাওরের জল-হাওয়ার সঙ্গে বড় হওয়া এক সাহসী কিশোরী দেশের সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নাম লিখিয়েছে। সুনামগঞ্জের প্রত্যন্ত গ্রামের মেয়ে নাদিরা তালুকদার ইমা চীনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী হকি দলের প্রতিনিধিত্ব করবে। আমরা মনে করি, এটি শুধু একটি খেলার সফর নয়, এটি একটি স্বপ্নের যাত্রা, যা সমাজের গোঁড়ামি, লিঙ্গবৈষম্য ও প্রতিকূল বাস্তবতার দেয়াল ভেঙে নির্মিত হয়েছে।
ইমার এই সাফল্য ব্যক্তি বা পরিবারের গর্বের সীমা ছাড়িয়ে এক সামষ্টিক বার্তা বহন করে। সেটি হলো- প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা সুযোগ পেলে শুধু পাড়ার নয়, দেশের মুখ উজ্জ্বল করতে পারে। ইমার গল্প এদেশের হাজারো মেয়ের জন্য অনুপ্রেরণা - যারা প্রতিনিয়ত সীমাবদ্ধতার বেড়াজালে বন্দি, কিন্তু ভেতরে ভেতরে এক আলোকিত পথের স্বপ্ন বুনে চলে।
ইমা বড় হয়েছেন শান্তিগঞ্জের ঢালাগাঁও গ্রামের মতো একটি অঞ্চলে, যেখানে এখনও অনেক পরিবার মেয়েদের মাঠে পাঠানো নিয়ে দ্বিধাগ্রস্ত। তবু পরিবার যখন হয়ে উঠেছে আশ্রয় ও উৎসাহের ঠিকানা, তখন ইমা নিজেকে গড়ে তুলতে পেরেছেন বিকেএসপি’র কঠোর প্রশিক্ষণ ও নিজের দুরন্ত ইচ্ছাশক্তিতে। সিঙ্গাপুরে এএইচএফ কাপ থেকে শুরু করে ওমানের এশিয়া কাপে তার অংশগ্রহণ প্রমাণ করে, দক্ষতা আর দৃঢ়তায় মেয়েরাও দেশের গর্ব হতে পারে।
তার এই অর্জনের মাঝে আরও একটি বার্তা সুস্পষ্ট- সমাজকে বদলাতে হলে পরিবার থেকেই শুরু করতে হবে। ইমার ভাইয়েরা যখন মাঠে খেলছিল, ছোট্ট ইমারও যে খেলার ইচ্ছা ছিল, সেটি থেমে থাকেনি। বরং সেই দমিয়ে রাখা আকাক্সক্ষা পরিবারিক সমর্থনে জ্বলে উঠেছে দীপ্ত আগুনে। আমরা যারা নারী উন্নয়ন, সমঅধিকার আর প্রগতিশীল সমাজ গড়ার কথা বলি - ইমার গল্প তাদের জন্য বাস্তব উদাহরণ।
ইমা শুধু জাতীয় দলে জায়গা করে নেননি, তিনি হাওরপাড়ের হাজারো কন্যার মধ্যে স্বপ্নের চারা বুনে দিয়েছেন। এখন প্রয়োজন আমাদের- এই চারাটিকে গাছ করতে, সমাজের দৃষ্টিভঙ্গিকে আরও উদার করতে এবং ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণকে পৃষ্ঠপোষকতা দিয়ে সাহস জোগাতে।
শিক্ষা ও খেলাধুলায় মেয়েদের এগিয়ে নিতে সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা জরুরি। আজ ইমা চীন গেছেন, কাল হয়তো সুনামগঞ্জের অন্য কোনো মেয়ে অলিম্পিকে দেশের পতাকা উড়াবে - এই আশাই আমাদের সাহস দেয়, পথ দেখায়। ইমার জন্য শুভকামনা। সে যেন সফল হয় শুধু মাঠে নয়, সমাজের মানচিত্রে নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিতে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ