সুনামগঞ্জ , শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫ , ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩ দিন ধরে নিখোঁজ, নদীতে মিলল জমিয়ত নেতার মরদেহ সীমান্তে ২৩টি ভারতীয় গরু জব্দ দিরাইয়ে তিন ভাগে বিভক্ত বিএনপি শীঘ্রই একটি নির্দিষ্ট সময় হাওরে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হবে : উপদেষ্টা ফরিদা আখতার ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব ও তাৎপর্য সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা দিরাইয়ে বিএনপি’র শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল দিরাইয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৩ দুই ছাত্রীকে অপহরণ, নির্যাতন ও ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়িদের শনাক্ত করে ব্যবস্থা নিতে জুডিসিয়াল তদন্ত কমিটি গঠন তৎকালীন আইজিপির বর্ণনায় ৫ আগস্ট সরকারিপ্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন জামালগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সুনামগঞ্জ হাসপাতালে ১২ ধরনের আড়াই কোটি টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণ সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে জুলাই গণহত্যা : রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন শিক্ষাক্ষেত্রে সুনামগঞ্জকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চাই : জেলা প্রশাসক অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ না করার নির্দেশ দিলেন জেলা প্রশাসক স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা প্রকৌশলী কামরুল হকের মৃত্যু নিয়ে রহস্য স্বজনদের দাবি ‘পরিকল্পিত হত্যা’ বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মাদকমুক্ত শহরের জন্য কার্যকর পদক্ষেপ এখনই প্রয়োজন

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ১২:৩৭:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ১২:৩৭:৩৬ পূর্বাহ্ন
মাদকমুক্ত শহরের জন্য কার্যকর পদক্ষেপ এখনই প্রয়োজন
সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় মাদকের ভয়াল ছোবল দিন দিন গ্রাস করছে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে। বিশেষ করে উকিলপাড়ার সুরমা নদী তীরবর্তী ‘বেকারিঘাট’ এলাকা, তেঘরিয়া, আরপিননগর, বড়পাড়া, সুলতানপুর, ষোলঘর, ধোপাখালি, নবীনগরসহ অন্তত এক ডজন এলাকায় মাদক কারবারিদের বিচরণ এবং বিস্তার দেখে আমরা চরমভাবে উদ্বিগ্ন। সন্ধ্যা নামতেই এইসব এলাকায় বহিরাগত মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায়, চলছে প্রকাশ্য ও গোপনভাবে ইয়াবা, গাঁজা, মদসহ বিভিন্ন মাদকদ্রব্যের বিকিকিনি। অথচ এলাকাবাসী চিহ্নিত এসব মাদক কারবারিদের উপস্থিতি সম্পর্কে অবগত হলেও ভয়ের কারণে কেউ মুখ খুলতে সাহস পায় না।
এখন প্রশ্ন হলো- এতসব তথ্য স্থানীয় মানুষ জানে, সংবাদকর্মীরা জানেন, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী জানেন না কেন? নিশ্চয়ই জানেন। তাহলে কেন এইসব মাদকচক্র এখনো সক্রিয়? কেন তাদের আড়ালে শক্তিশালী নেটওয়ার্ক ছড়িয়ে পড়ছে শহরের আনাচে-কানাচে?
আমরা চাই, কোনো অভিযান যেন লোক দেখানো কর্মসূচিতে পরিণত না হয়। সে বিষয়ে প্রশাসনকে আরও সজাগ ও তৎপর হতে হবে। কারণ একটি সমাজে যখন উঠতি বয়সের তরুণরা মাদকের ছোবলে দিশেহারা হয়ে পড়ে, তখন শুধু পরিবার নয়, গোটা জাতির ভবিষ্যৎ বিপন্ন হয়।
মাদকের বিরুদ্ধে যুদ্ধ এখন আর কেবল আইন প্রয়োগকারী সংস্থার কাজ নয়, বরং এটি হওয়া উচিত সমাজের সম্মিলিত লড়াই। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
অবশ্যই বলতে হবে, এই পরিস্থিতি আর চলতে দেওয়া যায় না। আমাদের সন্তানদের রক্ষা করতে হলে এখনই শক্ত হাতে মাদক ব্যবসা বন্ধে সর্বাত্মক পদক্ষেপ নিতে হবে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে চিহ্নিত মাদক স্পটগুলোতে একযোগে অভিযান চালানো যেতে পারে। একইসাথে প্রয়োজনে সেসব এলাকায় কমিউনিটি পুলিশিং জোরদার করতে হবে, যাতে তথ্য সংগ্রহ ও প্রতিরোধ সহজ হয়।
মাদক সমাজের বিষফোঁড়া। এই বিষ যদি এখনই উপড়ে ফেলা না যায়, তবে তা গোটা সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। তাই দেরি নয়, মাদকমুক্ত শহর গড়তে এখনই চাই রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক দৃঢ়তা এবং জনসম্পৃক্ততা উদ্যোগ। সুনামগঞ্জবাসী একটি নিরাপদ, সুস্থ ও সচেতন শহর চায় - এই আকাঙ্খাকে বাস্তবে রূপ দিতে সংশ্লিষ্ট সব পক্ষকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক ভূমিকা রাখতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
৩ দিন ধরে নিখোঁজ, নদীতে মিলল জমিয়ত নেতার মরদেহ

৩ দিন ধরে নিখোঁজ, নদীতে মিলল জমিয়ত নেতার মরদেহ