সুনামগঞ্জ , বুধবার, ২০ অগাস্ট ২০২৫ , ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা তাহিরপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ র‌্যাবের অভিযানে ভারতীয় ২৭২ বোতল মদ জব্দ যারা নির্বাচনের বিরোধিতা করছে তারা দেশের শত্রু : কয়ছর এম আহমদ প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : কয়ছর এম আহমদ বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় : তারেক রহমান সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’ দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর এম আহমেদ জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্প পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তাহিরপুরে তোপের মুখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা জাতি-ধর্মে ভেদাভেদ থাকবে না, এই দেশ সবার : সেনাপ্রধান বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্নের দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের ‘সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত
​হকি খেলতে চীন যাচ্ছেন আজ

আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছে সুনামগঞ্জের ইমা

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ১২:২৩:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ১২:২৩:২৮ পূর্বাহ্ন
আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছে সুনামগঞ্জের ইমা
শামস শামীম ::
সুনামগঞ্জের হাওরপাড়ের ছায়াঘেরা গ্রামের মেয়ে নাদিরা তালুকদার ইমা দেশের গ-ি পেরিয়ে চীনের আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চ অভিষিক্ত হতে যাচ্ছেন। শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের প্রত্যন্ত ঢালাগাঁও গ্রামের এই কিশোরী আজ ৩০ জুন চীনের উদ্দেশ্যে রওনা দেবেন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী হকি দলের সদস্য হিসেবে মাঠ মাতাবেন তিনি। সামাজিক প্রতিবন্ধকতার পাহাড় ডিঙিয়ে আর হাওরের উত্তাল ঢেউ পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার সংকল্পবদ্ধ ইমা নারীদের এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখাচ্ছেন।
ইমা’র পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেকে গড়ে তুলেছেন ইমা। ইতোমধ্যে প্রতিশ্রুতিশীল হকি খেলোয়াড় হিসেবে পরিচিতি পেয়েছেন। এ বছর বিকেএসপিতেই এসএসসি পরীক্ষা দিয়েছেন। বাংলাদেশ দলে তার জার্সি নম্বর ১৬।
নয় ভাইবোনের মধ্যে সবার ছোট ইমা। মুসলিম তালুকদার ও মাজেদা তালুকদারের এই কন্যা ছোটবেলা থেকেই খেলাধুলায় আগ্রহী ছিলেন। ভাইয়েরা যখন গ্রামের মাঠে খেলতো তখন তারও ইচ্ছে হতো। কিন্তু মেয়ে হওয়ার কারণে দমাতে হতো সেই ইচ্ছা। কিন্তু সুপ্ত ইচ্ছাটা ভেতর থেকে তাড়া দিচ্ছিল তাকে। পরিবারের সহযোগিতায় মফস্বলের সীমাবদ্ধতাকে জয় করে লক্ষ্যে পৌঁছার সংগ্রাম শুরু করেন তিনি। ধীরে ধীরে নিজেকে পৌঁছিয়েছেন জাতীয় দলের তালিকায়। পরিবারের সমর্থন পেলে যে নারীর সম্ভাবনা জাগিয়ে তোলা যায় - ইমার পথচলা তার এক অনন্য উদাহরণ। তাই ইমা পরিবারের প্রতি কৃতজ্ঞ।
জানা গেছে ২০২৪ সালে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক ঘটে ইমার। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এএইচএফ কাপ হকিতে বাংলাদেশের রানার্সআপ হওয়ার পেছনে ছিল তার উল্লেখযোগ্য ভূমিকা। এরপর ওমানে অনুষ্ঠিত এশিয়া কাপে অংশগ্রহণ করে বাংলাদেশের হয়েও খেলেন তিনি। চলতি এশিয়া কাপ হকিতে বাংলাদেশ দল ৪ জুলাই জাপানের, ৫ জুলাই উজবেকিস্তানের এবং ৭ জুলাই হংকংয়ের মুখোমুখি হবে। ইমার দল জয় পেলে সেমিফাইনাল হবে ৯ জুলাই এবং ফাইনাল ১৩ জুলাই। ১৪ জুলাই দেশে ফেরার কথা রয়েছে পুরো দলের। ইমা স্বপ্ন দেখছে বাংলাদেশ এই সফরে ভালো করবে। দেশের পতাকাকে আরো সমুন্নত করতে চান তিনি।
ইমা’র বড় ভাই হোসাইন আহমদ বলেন, আমাদের সবার আদরের ছোট বোন সে। ছোটকাল থেকেই খেলার প্রতি ঝোঁক। মফস্বলের প্রতিবন্ধকা অতিক্রম করে তার এগুনোর পথ মসৃণ ছিলনা। তবে আমরা পিছন থেকে তাকে সাহস ও সমর্থন দিয়েছি। আজ সে কেবল আমাদের পরিবারের মুখ উজ্জ্বল করেনি পুরোদেশের প্রতিনিধিত্ব করছে। আমাদের আশা আমাদের বোনরা বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
নিজেকে নিয়ে উচ্চাশা থাকলেও পা মাটিতেই রাখেন ইমা। পরিশ্রম, সততা ও নৈপুণ্য নিয়ে এগিয়ে যেতে চান। ইমা বলেন, আমার এখনো শিক্ষানবিশকাল চলছে। প্রতিদিন জানছি, শিখছি আর নিজেকে প্রস্তুত করছি। দেশের হয়ে খেলতে পারাটা আমার কাছে সম্মান ও গৌরবের। দেশের জন্য কিছু করতে পারলেই আমি খুশি।
শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, আমাদের ক্ষুদে মেয়ে আমাদেরকে আন্তর্জাতিকভাবে প্রতিনিধিত্ব করছে। তাদের এগিয়ে যাওয়ার জন্য সামাজিক প্রতিবন্ধকতা দূর করতে সামাজিক সচেতনতা প্রয়োজন। নারী ও পুরুষের বৈষম্য ভুলে একজন খ্যাতিমান মানুষ হিসেবে তাকে দেখতে চাই। তার জন্য শুভ কামনা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা

লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা