সুনামগঞ্জ , বুধবার, ২০ অগাস্ট ২০২৫ , ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা তাহিরপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ র‌্যাবের অভিযানে ভারতীয় ২৭২ বোতল মদ জব্দ যারা নির্বাচনের বিরোধিতা করছে তারা দেশের শত্রু : কয়ছর এম আহমদ প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : কয়ছর এম আহমদ বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় : তারেক রহমান সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’ দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর এম আহমেদ জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্প পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তাহিরপুরে তোপের মুখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা জাতি-ধর্মে ভেদাভেদ থাকবে না, এই দেশ সবার : সেনাপ্রধান বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্নের দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের ‘সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত
স্মরণসভা

শিক্ষানুরাগী আব্দুল জব্বার ছিলেন আলোকিত মানুষ

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৮:৫৯:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৯:২৭:০৩ পূর্বাহ্ন
শিক্ষানুরাগী আব্দুল জব্বার ছিলেন আলোকিত মানুষ
স্টাফ রিপোর্টার ::
সাবেক মৎস্য অফিসার, শিক্ষানুরাগী ও সমাজসেবক আব্দুল জব্বার স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় শহরের মুক্তারপাড়াস্থ দৈনিক সুনামকণ্ঠ’র কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ।

সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অনুপ নারায়ণ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, সাবেক অধ্যক্ষ প্রফেসর ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস, সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন, প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক বিজন সেন রায়, প্রভাষক মোহাম্মদ ছায়েদুল ইসলাম, প্রভাষক মোহাম্মদ হাবীবুল্লাহ আছকির তালুকদার, দ্বীনি সিনিয়র ফাজিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ মো. আলী নূর, হাফিজ আতাউর রহমান লস্কর, ডা. মুরশেদ আলম, শিক্ষক আব্দুর রব, সাবেক ব্যাংক কর্মকর্তা শাহীন আহমদ, সাহিত্য পরিষদের অর্থ সম্পাদক শাহ মোহাম্মদ কামরুজ্জামান, মরহুম আব্দুল জব্বারের ছেলে একেএম মুর্শেদ সোহেল।
স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আহমেদ নূর আলবাব। সভার শুরুতে প্রবন্ধ পাঠ করেন প্রভাষক মোশারফ হোসেন বাবলু।

স্মরণ সভায় বক্তারা বলেন, সাবেক মৎস্য অফিসার আব্দুল জব্বার ছিলেন একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক। তিনি জীবদ্দশায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে অতুলনীয় অবদান রেখেছেন। সমাজ উন্নয়নে কাজ করেছেন। বক্তারা বলেন, সমাজের প্রকৃত উন্নতি নির্ভর করে সেইসব মানুষের উপর, যাঁরা নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজের জন্য কাজ করেন। শিক্ষা, মানবিকতা ও সমাজসেবার প্রতি নিবেদিতপ্রাণ মানুষগণ যুগে যুগে সমাজে আলোকবর্তিকা হিসেবে অবদান রেখে গেছেন। তেমনই একজন ছিলেন আব্দুল জব্বার। যিনি ‘ফিসারি অফিসার’ হিসেবে সমধিক পরিচিত ছিলেন। তিনি একজন নিবেদিত শিক্ষানুরাগী, সমাজসেবী এবং মানবতাবাদী। তাঁর নিরলস পরিশ্রম এবং মানবিক মূল্যবোধ সমাজে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আব্দুল জব্বার অবিভক্ত বাংলায় মুর্শিদাবাদ জেলার বহরমপুর মহকুমার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোবারক আলী এবং মাতা লুৎফুন্নেছা বেগম। তাঁর পিতা অঢেল ভূসম্পত্তির অধিকারী একজন ধর্মপ্রাণ মানুষ ছিলেন।
বক্তারা বলেন, আব্দুল জব্বার তাঁর পূর্ব পুরুষদের সামাজিক জনহিতকর কাজ দেখে দেখেই বড় হয়েছেন। তিনি কলকাতার স্বনামধন্য রিপন কলেজ থেকে আইএসসি এবং ইসলামিয়া কলেজ থেকে বিএসসি ডিগ্রি লাভ করেন। ছোটবেলা থেকেই তিনি শিক্ষার প্রতি গভীর আকৃষ্ট ছিলেন। নানা প্রতিকূলতার মাঝেও অধ্যবসায় ও সততার মাধ্যমে তিনি শিক্ষা অর্জন করেন। শিক্ষার প্রতি তাঁর ভালোবাসা পরবর্তীতে সমাজ উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। ভারত বিভক্তির পর তিনি পূর্ব পাকিস্তানে তাঁর সম্পর্কে মামা অ্যাডভোকেট আব্দুস সাত্তার পরবর্তীতে যিনি চিফ জাস্টিস হয়েছিলেন এবং তাঁর খালাতো ভাই ড. মোদাচ্ছের হোসেন ডিএলও এর পরামর্শ ও অনুপ্রেরণায় চিফ জাস্টিস আব্দুস সাত্তার-এর ঢাকার আরমানি টুলাস্থ বাসায় ওঠেন। এবং এর কিছুদিন পরই তিনি পূর্ব পাকিস্তান ফিসারি ডিপার্টমেন্টে অফিসার হিসেবে যোগদানের মধ্য দিয়ে চাকরি জীবন শুরু করেন। তিনি মৌলভীবাজার জেলার কোণাগ্রাম সাহেব বাড়ি নিবাসী বর্তমানে যা নজিরাবাদ ইউনিয়নের নজিরাবাদ গ্রাম নামে পরিচিত, ওই গ্রামের কৃতী সন্তান আসাম আইন পরিষদের এমএলএ ও তৎসমের অনারারি ম্যাজিস্ট্রেট নজির উদ্দিনের কন্যা খালেদা সুলতানা আক্তারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। জব্বার-খালেদা দম্পতির পাঁচ পুত্র ও এক কন্যা। বক্তারা আরও বলেন, আব্দুল জব্বার বিশ্বাস করতেন- শিক্ষাই জাতির মেরুদন্ড। এই বিশ্বাস থেকে তিনি শিক্ষার প্রসার ঘটাতে নিজ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে সবসময় চিন্তা-ভাবনা করতেন।
এই চিন্তা থেকেই সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক আহমদ আলীসহ এলাকার সচেতন ব্যক্তিবর্গের সাথে কথা বলেন। এর ধারাবাহিকতায় এলাকার সচেতন ব্যক্তিবর্গকে নিয়ে তিনি ‘দ্বীনি মজলিস’ নামে একটি সংগঠন গড়ে তোলেন।
এই সংগঠনে সদস্য শিক্ষক মাওলানা মো. শওকত আলী, শিক্ষক মু. আব্দুর রহিম, অধ্যাপক আহমদ আলী, আব্দুল জব্বার, আব্দুল গফুর চৌধুরী, ডা. রেজওয়ানুল হক, কনু মিয়া ও ওয়াজেদ আলীসহ আরও অনেক ব্যক্তিবর্গ ছিলেন। শিক্ষানুরাগী আব্দুল জব্বার দ্বীনি সিনিয়র মাদ্রাসা, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়, আদর্শ শিশু শিক্ষা নিকেতনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছিলেন। তার আদর্শ, শিক্ষা ও স্বপ্ন আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা হয়ে থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা

লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা