সুনামগঞ্জ , বুধবার, ২০ অগাস্ট ২০২৫ , ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা তাহিরপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ র‌্যাবের অভিযানে ভারতীয় ২৭২ বোতল মদ জব্দ যারা নির্বাচনের বিরোধিতা করছে তারা দেশের শত্রু : কয়ছর এম আহমদ প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : কয়ছর এম আহমদ বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় : তারেক রহমান সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’ দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর এম আহমেদ জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্প পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তাহিরপুরে তোপের মুখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা জাতি-ধর্মে ভেদাভেদ থাকবে না, এই দেশ সবার : সেনাপ্রধান বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্নের দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের ‘সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত
পৌর শহরের সুলতানপুর

গ্যাসের পাইপ লাইনে লিকেজ, দুর্ঘটনার আশঙ্কা

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৯:১৪:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৯:৩১:৪৪ পূর্বাহ্ন
গ্যাসের পাইপ লাইনে লিকেজ, দুর্ঘটনার আশঙ্কা
তানভীর আহমেদ ::
সুনামগঞ্জ পৌর শহরের সুলতানপুর এলাকায় জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের গ্যাস সরবরাহকারী একটি পাইপ লাইনে লিকেজ দেখা দিয়েছে। ফলে পাইপের ছিদ্র/ফাটল দিয়ে অনবরত গ্যাস নির্গত হচ্ছে। এতে আশপাশের এলাকা তীব্র গ্যাসের গন্ধে ভারী হয়ে উঠেছে। গ্যাস বাতাসের সাথে মিশে যেকোনো মুহূর্তে বিস্ফোরক মিশ্রণ তৈরি করতে পারে, এতে অনাকাক্সিক্ষত পরিস্থিতি আশঙ্কায় স্থানীয় জনমনে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, শহরের সুনামগঞ্জ সরকারি কলেজ গেইট থেকে ডান দিকের সড়ক দিয়ে সুলতানপুর যাওয়ার মাঝপথে একটি ছোট ব্রিজের ওপর দিয়ে যাওয়া জালালাবাদ গ্যাস টিএ্যান্ডডি সিস্টেম লিমিটেডের এইটি পাইপের ছিদ্র দিয়ে অনবরত গ্যাস বের হচ্ছে। এতে আশপাশের এলাকা তীব্র গ্যাসের গন্ধে ভারী হয়ে উঠেছে। এই ব্রিজের একপাশে বেশ কয়েকটি বহুতল ভবন ও ছোট দোকানপাটও রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, বেশ কিছুদিন ধরেই এই লিকেজটি নজরে এলেও এর দ্রুত সমাধানে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত মানুষ ও যানবাহন চলাচল করে। শিক্ষার্থীরাও এই পথ ব্যবহার করে স্কুল-কলেজে যাতায়াত করে। এতো ব্যস্ত একটি সড়কের পাশে গ্যাস পাইপের এমন বিপজ্জনক লিকেজ হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা। গ্যাসের তীব্র গন্ধের কারণে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে বলেও অনেকে অভিযোগ করেছেন।
এই পথ দিয়ে নিয়মিত চলাচল করেন নাহিদ আলম নামের একজন চাকরিজীবী। তিনি জানান, দীর্ঘদিন ধরে এই সেতুর উপর দিয়ে যাওয়া গ্যাস পাইপ থেকে গ্যাস বের হচ্ছে। প্রচুর গন্ধ পাওয়া যায় এই রাস্তা দিয়ে গেলে। মনে হচ্ছে যেকোনো সময় বিস্ফোরণের মতো কিছু একটা ঘটে যাবে।
স্থানীয় বাসিন্দা মাজহারুল ইসলাম বলেন, নিয়মিত গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে। এদিকে গেলে নাক বন্ধ হয়ে যায়। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে গ্যাস সরবরাহের পাইপের মেরামত করা হোক। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলেও তিনি আশঙ্কা করেন।

এ বিষয়ে জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড সুনামগঞ্জের আঞ্চলিক বিতরণ কার্যালয়ের ব্যবস্থাপক মো. শফিকুল হক বলেন, আমরা সরেজমিনে পরিদর্শন করে লিকেজের বিষয়টি নিশ্চিত হয়েছি। এটি অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। ইতিমধ্যেই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানিয়েছি এবং জরুরি ভিত্তিতে মেরামতের ব্যবস্থা নিতে অনুরোধ করেছি। তিনি আরও বলেন, আমরা আশাবাদী যে, খুব শিগগিরই বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে এই লিকেজ মেরামত করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা

লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা