সুনামগঞ্জ , বুধবার, ২০ অগাস্ট ২০২৫ , ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : কয়ছর এম আহমদ বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় : তারেক রহমান সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’ দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর এম আহমেদ জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্প পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তাহিরপুরে তোপের মুখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা জাতি-ধর্মে ভেদাভেদ থাকবে না, এই দেশ সবার : সেনাপ্রধান বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্নের দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের ‘সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ৫ ফেব্রুয়ারিতে সুষ্ঠু-সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হবে : ধর্ম উপদেষ্টা ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা আছে : গয়েশ্বর রায় বেহাল সড়কে স্কুলে যেতে ভোগান্তি শিক্ষার্থীদের
সংঘর্ষের আশঙ্কা

দিরাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান নির্মাণ

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ১২:০০:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ১২:০০:৫২ অপরাহ্ন
দিরাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান নির্মাণ
স্টাফ রিপোর্টার :: দিরাই পৌর শহরে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক বিরোধপূর্ণ ভূমিতে দোকানকোঠা নির্মাণ করছেন প্রভাবশালী এক ব্যক্তি। এ ঘটনায় অভিযোগকারী আদালতের কাগজ নিয়ে বাধা দিলে তাকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় যে কোন সময় সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। আদালত, থানাসহ সরকারি বিভিন্ন অফিসে দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে জানাযায়, দিরাই থানাধীন চ-িপুর মৌজায় হাল আর.এস খতিয়ান নং ৭৪৫ এর অন্তর্ভুক্ত আর.এস ২০৫৩ দাগে বাড়িরকম ৮শতক জমি এবং আর.এস ৭৪৪ ও ৭৪৬ নং খতিয়ানের আর এস ৪১৬৮ দাগে আধা শতক ও ৪১৭০ ও ৪১৭১ দাগের ৬১৯ বর্গ লিংক জমির উপর পৃথক পৃথক দুটি দোকানের মালিক শান্তিগঞ্জ উপজেলার দামোধরতপি গ্রামের তোয়াছির আলী। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যপ্রবাসী হওয়ায় মূল্যবান ভূমি দেখভালের জন্য ফুফুতো ভাই একই গ্রামের ফারুক মিয়াকে ২০১৯ সালের ১ সেপ্টেম্বর ১৫৩৬ নং রেজিস্ট্রিমূলে আমমোক্তার ও ৯৩৮ নং আমমোক্তার মাধ্যমে ক্ষমতা প্রদান করেন। এরপর থেকেই ফারুক মিয়া ওই জমি দেখাশোনা করে আসছেন। কিন্তু সম্প্রতি দিরাই পৌর শহরের বাসিন্দা মাহবুব আহমদ ও জাকির আহমদ জোরপূর্বক জায়গা দখল করার চেষ্টা করছেন। ফারুক মিয়া বাধা দিলে তারা ২০ লক্ষ টাকা চাদা দাবি করেন বলে লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন। চাদা না দেওয়ায় মাহবুব ও জাকির দিরাই উপজেলার থানা রোডের মেহেদি হাসান, দাদন সরদার ও চ-িপুরের আসিক মিয়াকে নিয়ে ৪১৭০, ৪১৭১ ও ৪১৬৮ নং দাগের জমিতে জোরপূর্বক স্থাপনা তৈরির কাজ শুরু করে দেন। এসময় ফারুক মিয়া বাধা দিলে তাকে হুমকি ধমকি দেন তারা। পরে ফারুক মিয়া জমির মালিক যুক্তরাজ্যপ্রবাসী তোয়াছির আলীকে বিষয়টি অবগত করে গত ২২ জুন দিরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ দায়েরের পরও দোকানকোঠার কাজ চালানো হচ্ছে বলে তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন। উল্লেখ্য, এই জমি নিয়ে মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আদালত ওই ভূমির উপর সবধরনের স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা দিয়েছেন। অভিযোগকারী ফারুক মিয়া বলেন, আমি আমমোক্তার বলে জমির দেখাশুনা করে আসছি ২০১৯ সাল থেকে। সম্প্রতি মাহবুব ও জাকির জোরপূর্বক জমি দখল নেওয়ার চেষ্টা করছে। আমি আদালতে কাগজপত্র দাখিলপূর্বক মামলা করলে আদালত ওই স্থানে সব ধরনের স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেছেন। কিন্তু অভিযুক্তরা জোরপূর্বক স্থাপনা করছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে বাধা দিলে তারা আমাকে প্রাণনাশের হুমকি দেয়। আমি জমির প্রকৃত মালিক যুক্তরাজ্যপ্রবাসী আমার ভাইকে খবর দিলে তার সঙ্গে পরামর্শ করে থানায় লিখিত অভিযোগ করেছি। অভিযুক্ত মাহবুব আহমদ বলেন, এই জমির মালিক আমরা। আমাদের রেকর্ড কেটে নিজের নামে তারা নিয়ে গেছে। আমি আদালতে সিভিল মামলা করেছি। এই জায়গার দখলসহ স্বত্ত্বও আমাদের। দিরাই থানার ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, ওই ভূমিতে আদালতের নিষেধাজ্ঞা আছে। আমরা দুই পক্ষকে সবধরনের স্থাপনা তৈরি থেকে বিরত থাকতে নিষেধ করেছি। নিষেধাজ্ঞা থাকার পরও কিভাবে একপক্ষ জোর করে স্থাপনা তৈরির কাজ করছে জানতে চাইলে তিনি বলেন, আদালত আমাদেরকে স্থাপনা তৈরি বন্ধ করতে নির্দেশনা দিলে আমরা বন্ধ করবো। তবে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে উভয়পক্ষকে আমরা বলেছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল

প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল