সুনামগঞ্জ , শুক্রবার, ২৭ জুন ২০২৫ , ১৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাছ বাজারে প্রতারণার ফাঁদে ক্রেতারা বালুপাথর মহালের ইজারা বন্ধ নয়, ইজারা প্রথার বাতিল চাই ১১ মাসে অর্ধ শত কোটি টাকার বালু লুট জগন্নাথপুরে ৩ আসামি গ্রেফতার টাঙ্গুয়ার হাওরে গাঁজা সেবন ও উচ্ছৃঙ্খল আচরণ, ৫ পর্যটককে কারাদন্ড মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত “মধ্যনগরে রাজহংস হাউজ বোট বিএনপি নেতার দখলে” শীর্ষক সংবাদের প্রতিবাদ কাদাজলে নষ্ট ভাটির বন্দরের সুনাম সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার চোরাকারবারিদের কোনো ছাড় নয় : বিজিবি অধিনায়ক টেংরাটিলা গ্যাসক্ষেত্র : অবহেলায় ধ্বংসের পথে রাষ্ট্রীয় সম্পদ আদারবাজারে সুপেয় পানি ও শৌচাগার সংকট ‘৩১ দফা’ বাস্তবায়নে বিএনপি নেতা অ্যাড. নূরুল ইসলামের গণসংযোগ শান্তিগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৫ পাঠদান ব্যাহত, নিজ ক্যাম্পাসে ইন্টার্নশিপ করতে চান শিক্ষার্থীরা আবারও ছাতক সীমান্তে ২০ জনকে পুশইন পৌর শহরে ক্লিনিং ক্যাম্পেইন, মশার উৎপত্তিস্থল ধ্বংসের আহ্বান গাঁজার চালানসহ মাদক কারবারি হেলাল আটক যুবকের মৃতদেহ উদ্ধার, বন্দুক, পাইপগান, গুলিসহ গ্রেফতার ৪ শান্তিগঞ্জে সিএনজি ও প্রাইভেট কার সংঘর্ষে আহত ৫

পর্যটন বিকাশে নিরাপদ খাদ্যের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৭:৫৩:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৭:৫৩:২৭ পূর্বাহ্ন
পর্যটন বিকাশে নিরাপদ খাদ্যের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: পর্যটন বিকাশে নিরাপদ খাদ্যের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সুনামগঞ্জ জেলা অফিসার মোহাম্মদ শরিফ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রুটিন দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, জেলা প্রাণিস¤পদ অফিসার ডা. রফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস, সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার নাসরিন আক্তার, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, ক্যাব সাধারণ স¤পাদক শাহজাহান চৌধুরী, হাউস বোট মালিক সমিতির সভাপতি আরাফাত হাসান, পানসী রেস্টুরেন্টের পক্ষে সুজাত আহমদ, রোজ গার্ডেন ও শাহী রেস্টুরেন্টের প্রতিনিধিসহ অন্যান্য দপ্তরের প্রতিনিধিগণ। বক্তারা বলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সরকারের ১৮টি মন্ত্রণালয়ের বা বিভাগের সাথে সমন্বয়ক হিসেবে কাজ করে আসছে। ২০১৫ সালে এটি প্রতিষ্ঠিত হয়। প্রতি জেলায় এর কর্মকান্ড পরিচালিত হচ্ছে। প্রতিটি বিভাগে একটি করে মোবাইল ল্যাবরেটরি রয়েছে। বক্তারা আরও বলেন, নিরাপদ খাদ্য শুধু স্বাস্থ্যের জন্য নয়, পর্যটনের চালিকা শক্তি। হাউস বোটসহ সংশ্লিষ্ট সকলের নিরাপদ খাদ্য, জীবাণু মুক্ত ও স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ করতে হবে। পর্যটকদের নিরাপদ খাবার সরবরাহের জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওরের সুবিধাজনক স্থানে একটি ভাসমান বাজার করার পরিকল্পনা রয়েছে। এতে টাটকা শাক সবজি, মাছ, হাঁস, মোরগ, গরুর মাংসসহ অন্যান্য দ্রব্য পাওয়া যাবে। এছাড়াও শহরের বিভিন্ন রেস্টুরেন্টকে আরও বেশি সচেতন হয়ে পর্যটকদের এবং অন্যান্যদের নিরাপদ খাদ্য সরবরাহের আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স