সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ সশস্ত্র বাহিনী দিবস পলাশ ইউপি চেয়ারম্যান সোহেল আহমদ কারাগারে মুজিববর্ষ উদযাপনে খরচ ১২৬১ কোটি টাকা পুলিশের নতুন আইজিপি বাহারুল আলম লাখে ২০ হাজার টাকা ঘুষ দিতে হয় শিক্ষা কর্মকর্তাকে জামালগঞ্জে অগ্নিকান্ডে দুটি বসতঘর পুড়ে ছাই ধর্মপাশায় আসামি গ্রেফতার শহরে ফুটপাত দখল করে দোকানপাট: যানজটে জনভোগান্তি পিকনিক স্পটে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর ৭০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ তুমি যে চেয়ে আছ আকাশ ভরে আ.লীগের সঙ্গে কোনো সমঝোতা নেই : প্রধান উপদেষ্টার প্রেস সচিব জামালগঞ্জে এক পরিবারের ৩ বসতঘর পুড়ে ছাই ব্যাংকের সব শাখায় ১, ২ ও ৫ টাকার কয়েন লেনদেনের নির্দেশ সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে সারদায় প্রশিক্ষণরত আরও তিন এসআইকে অব্যাহতি আ.লীগের পুনর্বাসনে চেষ্টাকারীরা গণশত্রু হিসেবে চিহ্নিত হবে : হাসনাত আবদুল্লাহ খেলাপি আদায়ে অর্থ ঋণ আদালতকে সক্রিয় করছে সরকার সংস্কার শেষে নির্বাচন কোনো যৌক্তিক কথা নয় : মঈন খান ফোকাস এখন একটাই- নির্বাচন : মির্জা ফখরুল

আওয়ামী লীগের হাল ধরছেন কে?

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৪ ১০:১৫:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৪ ১০:১৫:৩৮ পূর্বাহ্ন
আওয়ামী লীগের হাল ধরছেন কে?
সুনামকণ্ঠ ডেস্ক :: প্রবল গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছাড়ার পর এখনো নিজেদের স্বাভাবিক চলাফেরা ও জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দলটির সর্বস্তরের নেতারা। গত ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর হামলা, মামলা, গ্রেপ্তারের মুখে আত্মগোপনে চলে যান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী-এমপি এবং দলটির কেন্দ্রীয়সহ তৃণমূলের নেতাকর্মীরা। সাংগঠনিক এ বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক আলোচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদকের দায়িত্ব নিয়ে দলের হাল ধরতে যাচ্ছেন বলে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুঞ্জন উঠেছে। তবে এ ধরনের গুঞ্জনকে অপপ্রচার বলে দাবি করেছেন দলটির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা। আওয়ামী লীগের আত্মগোপনে থাকা সভাপতিম-লী ও স¤পাদকম-লীর বেশ কয়েকজন সদস্য গণমাধ্যমকে বলেছেন, দলের প্রয়োজনে ভারপ্রাপ্ত নেতৃত্ব দেওয়ার সময় এলে নির্বাচিত কেন্দ্রীয় নেতৃত্বের মধ্য থেকেই দায়িত্ব দেওয়া হবে। নির্বাচিত নেতৃত্বের বাইরে থেকে কাউকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার নজির আওয়ামী লীগে নেই। দলটির একাধিক কেন্দ্রীয় নেতা বলেন, স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসাই এখন সবার কাম্য। বর্তমান সংকটময় পরিস্থিতি শিগগিরই কেটে যাবে বলে আশা করছেন তারা। তাই এখনই দলের শীর্ষ পদে রদবদল এবং ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে সাংগঠনিক কর্মকা- শুরু করার ভাবনা নেই দলের অভ্যন্তরে। আওয়ামী লীগের আত্মগোপনে থাকা বিভিন্ন পদের কেন্দ্রীয় নেতারা আরও বলেন, দলের সব স্তরের নেতাকর্মীরা জীবন শঙ্কায় দিন পার করছেন। অকল্পনীয় ভয়াবহ এক পরিস্থিতির মুখোমুখি পড়তে হয়েছে আওয়ামী লীগকে। চলমান পরিস্থিতিতে দলের নেতাকর্মীরা একে অন্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। সম্ভবত অল্প কয়েকজন নেতার সঙ্গে দলীয় সভাপতি শেখ হাসিনা যোগাযোগ করেছেন। সেই যোগাযোগের সময় মূল নির্দেশনা ছিল আপাতত প্রত্যেকের জীবন রক্ষার, সাংগঠনিক কর্মকা-ের কোনো দিকনির্দেশনা আসেনি। বিভিন্ন অপরিচিত মোবাইল ফোন নাম্বার থেকে যোগাযোগ করে এমন তথ্য জানান জীবন-ঝুঁকিতে থাকা কেন্দ্রীয় এসব নেতা। ক্ষমতার পালাবদলের পর গত সোমবার পর্যন্ত কোনো ধরনের আনুষ্ঠানিক বক্তব্য-প্রতিক্রিয়া ও রাজনৈতিক কর্মকা- থেকে বিরত ছিল ৭৫ বছরের পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ। মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় প্যাড ব্যবহার করে বিবৃতি এলেও তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এসব বিবৃতির সত্যতা নিয়ে আলোচনা আছে দলটির কর্মীদের মধ্যে। দলের দপ্তর বিভাগও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর প্রথমে কয়েক দিন ভিডিও বার্তা দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ও তার ছেলে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সজীব ওয়াজেদ জয়। তবে বেশ কয়েক দিন ধরে তিনিও নীরব। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সভাপতিম-লীর এক সদস্য বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ও কর্মকা- নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন তারা। আরও অন্তত এক মাস পরিস্থিতি দেখবে আওয়ামী লীগ। তারপর দলীয় প্রতিক্রিয়া প্রকাশ করা হবে। কথা বলার মতো এখনই উপযুক্ত ও অনুকূল পরিবেশ আওয়ামী লীগের জন্য আসেনি। তাছাড়া সাধারণ মানুষ চলমান নানা ঘটনাগুলো কীভাবে নিচ্ছে, তা দলের সর্বোচ্চ পর্যায় থেকে বিচার-বিশ্লেষণ করা হচ্ছে। এ প্রসঙ্গে আওয়ামী লীগের স¤পাদকম-লীর এক সদস্য বলেন, ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে দল চালানোর মতো পরিস্থিতি এখনো এসেছে বলে মনে করছে না আওয়ামী লীগ। সম্মেলনের মাধ্যমে নির্বাচিত নেতৃত্ব এখনো রয়েছে। ফলে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়ার যে প্রচার-প্রোপাগান্ডা চলছে এর কোনো সত্যতা নেই। দলের প্রয়োজনে ভারপ্রাপ্ত নেতৃত্ব দেওয়ার সময় এলে দলের নির্বাচিত কেন্দ্রীয় নেতৃত্বের মধ্য থেকেই দায়িত্ব দেওয়া হবে। নির্বাচিত নেতৃত্বের বাইরে থেকে কাউকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার নজির আওয়ামী লীগে নেই। ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার গুঞ্জনকে দলের নেতাকর্মীদের মনোবল দুর্বল করার কৌশল অভিযোগ করে আওয়ামী লীগের স¤পাদকম-লীর আরেক সদস্য বলেন, আমার জানামতে দলীয় সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলের অনেক নেতার ইতিমধ্যে যোগাযোগ চলমান রয়েছে। এরই মধ্যে অমুক-তমুককে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার যে আলোচনা চলছে, তা আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল দুর্বল একটি খেলা (ষড়যন্ত্র)। এটা দল ভাঙার এক ধরনের খেলার অংশও হতে পারে। ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে দল চালানোর সময় এখনো আসেনি বলে মনে করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি পদের এক নেতা। তিনি বলেন, সাধারণ স¤পাদক পদে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হবে, এটি আমারও দাবি। তবে সভাপতি পদে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার প্রয়োজন দেখছি না। ভারপ্রাপ্ত দায়িত্ব আপাতত দেওয়া হবে বলে আমার জানা নেই। এটি করতে হলে বেশ কিছু নিয়ম মানতে হয়, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আহ্বান করতে হয়। এগুলো কোনোটিই করার পরিস্থিতি বা সুযোগ না ঘটলে সভাপতির ক্ষমতাবলে করার সুযোগ রয়েছে। সবই হবে হয়তো, কিন্তু আপাতত নয়। আরও একটু সময় নেওয়া হবে এ ক্ষেত্রে। কেন্দ্রীয় কমিটির বাইরের কাউকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার নজির আওয়ামী লীগে নেই বলে জানান দলটির আত্মগোপনে থাকা সভাপতিম-লীর আরেক সদস্য। তিনি বলেন, ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার ক্ষেত্রেও গঠনতান্ত্রিক বিভিন্ন পদ্ধতি অনুসরণ করতে হয়। কেন্দ্রীয় কমিটির বাইরের কোনো নেতাকে ভারপ্রাপ্ত দায়িত্ব অতীতে কখনো দেওয়া হয়নি। গঠনতন্ত্রও বৈধতা দেয় না এ ক্ষেত্রে। দল বিপর্যয়ের মুখে পড়লে, কেন্দ্রীয় কমিটির কোনো নেতা যোগাযোগ বিচ্ছিন্ন থাকলে বা পাওয়া না গেলে দলীয় কর্মকা- পরিচালনার জন্য কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে। এজন্য তলবি সম্মেলন করতে হয়। তলবি সম্মেলন করে দায়িত্ব দেওয়া হতে পারে। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকা-ের পর সৈয়দা জোহরা তাজউদ্দীনকে সে পথ অনুসরণ করে দায়িত্ব দেওয়া হয়। আওয়ামী লীগে সভাপতিও আছেন, সাধারণ স¤পাদকও আছেন। আওয়ামী লীগের জাতীয় ত্রিবার্ষিক সম্মেলনেও দেখা গেছে, আগের কমিটিতে পদে না থাকা কোনো নেতা সভাপতি বা সাধারণ স¤পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে আসার নজির নেই। -দেশ রূপান্তর

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স