সুনামগঞ্জ , শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ , ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার নয়, পরের নির্বাচনে ফিরছে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাড়ছে ‘টার্গেট কিলিং’, অস্ত্রের উৎস নিয়ে শঙ্কা সুনামগঞ্জের ৩টি আসনে বিএনপি’র মনোনয়ন, মাঠ ছাড়ছেন না বঞ্চিত নেতারা স্থানীয়দের পরামর্শ নিয়ে টাঙ্গুয়ার হাওর রক্ষায় কাজ করবো : পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক একাধিক হোটেল ও রেস্তোরাঁকে জরিমানা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন,কারো প্ররোচনায় ভুল করবেন না: আনিসুল হক অসুস্থ মানিকের পাশে দাঁড়ালেন বিশ্বম্ভরপুরের ইউএনও মেরিন দেবনাথ ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে : মির্জা ফখরুল রাজনৈতিক উদ্দেশ্যে ডিসিদের রদবদল করা হচ্ছে : গোলাম পরওয়ার পর্যটকদের ফেলা প্লাস্টিক-পলিথিন-কাঁচের বোতলে ভরেছে হাওর, ব্যাহত কৃষিকাজ সবাই মিলে টাঙ্গুয়ার হাওরকে সংরক্ষণ করতে হবে ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫ সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময় সভা কমরেড শ্রীকান্ত দাশের জীবনাদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় তাহিরপুরে ১১শ কৃষককে বিনামূল্যে বোরো ধানের বীজ ও সার বিতরণ নজির হোসেনের দুর্গ নিয়ে দুই শিষ্যের কাড়াকাড়ি, মনোনয়নে আনিসুল, জনপ্রিয়তায় এগিয়ে কামরুল প্রাথমিকের বৃত্তি পরীক্ষা নিয়ে জটিলতা, আপিল করবে মন্ত্রণালয় ৩০ একর জায়গা দখল করে মৎস্য নিধনের অভিযোগ ১০ মাসে ঢাকায় ১৯৮ হত্যাকান্ড সদর হাসপাতালের কর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বিএনপি’র ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে এড. নুরুলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ১২:০৪:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ১২:০৬:১৪ পূর্বাহ্ন
বিএনপি’র ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে এড. নুরুলের গণসংযোগ ও লিফলেট বিতরণ
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও সুনামগঞ্জ-০৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

রবিবার (২২ জুন) বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ও জাহাঙ্গীর নগর ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে তিনি ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। কর্মসূচির অংশ হিসেবে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল দিনব্যাপী সুরমা ও জাহাঙ্গীর নগর ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং তাদের সঙ্গে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এসময় তিনি জনগণের মাঝে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং এই ৩১ দফার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। গণসংযোগকালে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই ৩১ দফা কর্মসূচি দেশের বর্তমান সংকট নিরসন, গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য একটি সুদূরপ্রসারী ও যুগান্তকারী পদক্ষেপ। এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমেই একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে। তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই কর্মসূচির মধ্য দিয়ে দেশের সকল স্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং একটি শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। গণসংযোগকালে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান আকবর আলী, সদস্য মোনাজ্জির হোসেন সুজন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ লিলু, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতাকর্মী অ্যাডভোকেট নুরুল ইসলামের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। গণসংযোগকালে সাধারণ জনগণের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়। তারা তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন এবং বিএনপি নেতাকর্মীদের সাথে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। এলাকাবাসী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে স্বাগত জানান এবং তার এই জনসম্পৃক্ততামূলক কার্যক্রমের প্রশংসা করেন।
এই গণসংযোগ কর্মসূচি ৩১ দফা বাস্তবায়নে জনগণের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
এবার নয়, পরের নির্বাচনে ফিরছে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা

এবার নয়, পরের নির্বাচনে ফিরছে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা