সুনামগঞ্জ , শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫ , ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩ দিন ধরে নিখোঁজ, নদীতে মিলল জমিয়ত নেতার মরদেহ সীমান্তে ২৩টি ভারতীয় গরু জব্দ দিরাইয়ে তিন ভাগে বিভক্ত বিএনপি শীঘ্রই একটি নির্দিষ্ট সময় হাওরে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হবে : উপদেষ্টা ফরিদা আখতার ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব ও তাৎপর্য সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা দিরাইয়ে বিএনপি’র শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল দিরাইয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৩ দুই ছাত্রীকে অপহরণ, নির্যাতন ও ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়িদের শনাক্ত করে ব্যবস্থা নিতে জুডিসিয়াল তদন্ত কমিটি গঠন তৎকালীন আইজিপির বর্ণনায় ৫ আগস্ট সরকারিপ্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন জামালগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সুনামগঞ্জ হাসপাতালে ১২ ধরনের আড়াই কোটি টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণ সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে জুলাই গণহত্যা : রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন শিক্ষাক্ষেত্রে সুনামগঞ্জকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চাই : জেলা প্রশাসক অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ না করার নির্দেশ দিলেন জেলা প্রশাসক স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা প্রকৌশলী কামরুল হকের মৃত্যু নিয়ে রহস্য স্বজনদের দাবি ‘পরিকল্পিত হত্যা’ বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সড়কে মৃত্যুর মিছিল ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০৩:২৭:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০৩:২৭:৩২ পূর্বাহ্ন
সড়কে মৃত্যুর মিছিল ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন
সুনামগঞ্জ জেলার সড়কপথ যেন ক্রমেই পরিণত হচ্ছে মৃত্যুর ফাঁদে। চলতি বছরের প্রথম সাড়ে পাঁচ মাসেই প্রাণ হারিয়েছেন ৩৩ জন, আহত হয়েছেন আরও ৪৬ জন। এসব প্রাণহানির বেশিরভাগই অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালকদের বেপরোয়া গাড়ি চালনার পরিণতি। এটি নিছক একটি পরিসংখ্যান নয়- এগুলো বাস্তব, হৃদয়বিদারক ট্র্যাজেডি; প্রতিটি মৃত্যু একটি পরিবারের স্বপ্নভঙ্গ। আমরা প্রতিনিয়তই শুনে আসছি সড়কে মৃত্যুর এই ভয়াবহতার খবর। কিন্তু দুঃখজনকভাবে, প্রশাসন, পরিবহন মালিক, চালক এবং সাধারণ মানুষের একাংশের দায়িত্বহীনতা এই সংকটকে দীর্ঘায়িত করছে। অদক্ষ চালকের হাতে যানবাহনের চাবি তুলে দেওয়া, রেজিস্ট্রেশনবিহীন গাড়ির চলাচল, ফিটনেসবিহীন যানবাহনের রাস্তায় নামা - এসবই যেন নিয়মে পরিণত হয়েছে। আমরা দেখছি, বিআরটিএ’র দায়িত্বে অবহেলা ও দুর্নীতি বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে। অভিযোগ রয়েছে, ঘুষের বিনিময়ে অনায়াসে মেলে লাইসেন্স ও ফিটনেস সনদ। এসব অনিয়ম না থামালে সড়কের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। অথচ এসব অভিযোগকে বারবার ভিত্তিহীন বলে এড়িয়ে যান কর্মকর্তারা। তাদের কাছে প্রশ্ন, যদি ব্যবস্থা গ্রহণই হয়ে থাকে, তবে কেন সড়কে বাড়ছে মৃত্যুর সংখ্যা? এছাড়া, ট্রাফিক পুলিশের উদ্যোগ প্রশংসনীয় হলেও পর্যাপ্ত নয়। লোকবল সংকট, সুপারিশের চাপ এবং রাজনৈতিক প্রভাবের কারণে তারা অনেকসময় অভিযানে কার্যকর হতে পারেন না। আইন প্রয়োগকারী সংস্থার এমন অসহায় চেহারা দুর্বৃত্তদের সাহস জোগায়। পাশাপাশি, আমাদের অভিভাবকদের উদাসীনতাও একটি বড় কারণ। অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল বা পিকআপ তুলে দেওয়ার মানে তাকে নিজের কিংবা অন্যের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। এ অবস্থায় ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের ফিটনেস প্রক্রিয়ায় শুদ্ধি অভিযান চালাতে হবে। অদক্ষ চালকদের লাইসেন্স বাতিল করতে হবে এবং ঘুষ-দুর্নীতিতে জড়িত বিআরটিএ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। অপ্রাপ্তবয়স্ক চালকদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিতে হবে। মালিকদেরও জবাবদিহিতার আওতায় আনতে হবে, কারণ তারা নিজেরা এসব চালক নিয়োগ দেন। জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম, সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানকে যুক্ত করে ব্যাপক প্রচারাভিযান চালাতে হবে। প্রতিটি সড়ক দুর্ঘটনার তদন্ত বাধ্যতামূলক করে দায়ীদের চিহ্নিত ও শাস্তি নিশ্চিত করতে হবে। মামলা হলে তার অগ্রগতি ও রায় জনগণকে জানাতে হবে, যাতে উদাহরণ সৃষ্টি হয়। রাজনৈতিক প্রভাব ও তদবিরের বিরুদ্ধে প্রশাসনিক বলিষ্ঠতা প্রয়োজন। আইনের চোখে সবাই সমান - এই বার্তাটি বাস্তবায়নেই থাকবে জনগণের আস্থা। আমরা মনে করি, একটি সভ্য সমাজে সড়ক দুর্ঘটনা কেবল “দুর্ঘটনা” হিসেবে বিবেচিত হতে পারে না, যদি তা প্রতিরোধযোগ্য হয়। সড়কে প্রতিটি মৃত্যুই আমাদের ব্যর্থতার প্রতিচ্ছবি। আর কতো প্রাণ গেলে আমাদের বিবেক জাগবে? এখনই সময় জবাবদিহিতার, সততার এবং কঠোর ব্যবস্থার। নইলে এই মিছিল থামবে না, কেবল শোকের পাল্লা ভারি হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
৩ দিন ধরে নিখোঁজ, নদীতে মিলল জমিয়ত নেতার মরদেহ

৩ দিন ধরে নিখোঁজ, নদীতে মিলল জমিয়ত নেতার মরদেহ