অবৈধভাবে উত্তোলিত ১৪ লক্ষাধিক টাকার বালু জব্দ
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে ১৪শ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। বিশ্বম্ভরপুর থানার এসআই অসীম চন্দ্র দেব সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে উত্তোলিত এসব বালু ও ২টি নৌকা জব্দ করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানাধীন বাহাদুরগ্রামস্থ খরচার হাওরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা নৌকা হতে হাওরে লাফ দিয়ে পালিয়ে যায়। পলাতক আসামিরা হলেন- বিশ্বম্ভরপুর থানার মো. সাদ্দাম মিয়া (৩০), একই থানার জিনারপুর গ্রামের মো. খরসুল মিয়া (৩৭), সুনামগঞ্জ সদর থানার সৈয়দপুর গ্রামের মো. রশিদ মিয়া (২৪), একই গ্রামের মো. ফজর আলী (৪৪)। পরবর্তীতে আসামিদের ফেলে যাওয়া ১৪শ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু ভর্তি ২টি স্টিলবডি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত বালু ও নৌকার আনুমানিক মূল্য ১৪ লক্ষ ৬৩ হাজার টাকা। এই ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়ে পুলিশ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ