সুনামগঞ্জ , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“রাজাকারদের উৎখাতে স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট” ১০ মাসে ৩৫৫৪ খুন, ৪১০৫ ধর্ষণ, ৮১৯ অপহরণ আজ রাষ্ট্রীয় শোক শহরে জামায়াতের প্রচার মিছিল রেমিট্যান্স যোদ্ধা থেকে সফল উদ্যোক্তা জাহাঙ্গীর আলম লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল মাদকসহ গ্রেফতারের পর জামিনে এসে প্রতিবাদকারীর বিরুদ্ধে মামলা! ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি : নাহিদ ইসলাম ভারতীয় সহকারী হাইকমিশনারের শুল্ক স্টেশন পরিদর্শন পথে যেতে যেতে : পথচারী হাসন তোরণ থেকে আলফাত স্কয়ার শুরু হচ্ছে চার লেন সড়ক নির্মাণকাজ নতুন আঙ্গিকে ‘হোটেল নূরানী’র শুভ উদ্বোধন জনগণের সেবার দায়িত্ব আন্তরিকভাবে পালন করতে হবে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার সম্ভব-অসম্ভবে ভোটের প্রস্তুতি শাপলা প্রতীক কেউ পাবে না: বিবিসি বাংলাকে সিইসি সুনামগঞ্জে এনসিপি’র নেতৃত্বে সাজাউর রাজা সুমন এনসিপি’র কমিটিতে নাম আসা হারুনুর রশিদ বললেন- “তিনি বিএনপি’র রাজনীতিতে যুক্ত” পাসপোর্ট ইস্যু বেড়েছে চার গুণ শহর যানজটমুক্ত করতে ১৬ জুলাই থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ : জেলা প্রশাসক একটি মাত্র সেতুর অভাবে দুর্ভোগে কয়েক হাজার মানুষ

রুট পাল্টে নৌপথে সক্রিয় চোরাকারবারিরা

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ১২:৪৩:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ১২:৫৯:১১ পূর্বাহ্ন
রুট পাল্টে নৌপথে সক্রিয় চোরাকারবারিরা
শহীদনূর আহমেদ ::
সুনামগঞ্জ সীমান্তে রুট পরিবর্তন করে চোরাকারবারিরা এখন নৌপথকেনিরাপদ রুটহিসেবে ব্যবহার করছে
স্থলপথে আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ির কারণে চোরাচালানকারীরা নৌপথে সক্রিয় হয়ে উঠেছে। সুরমা, ধোপাজান-চলতি, কুশিয়ারা, যাদুকাটা, রক্তি ও বৌলাইসহ বিভিন্ন নদীপথে পাচার করা হচ্ছে অবৈধ ভারতীয় পণ্য।
সূত্র জানিয়েছে, ঈদকে সামনে রেখে জেলার দোয়ারাবাজার, ছাতক, সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর সীমান্তে নতুন করে সক্রিয় রয়েছে একাধিক চোরাকারবার সিন্ডিকেট। যারা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে গরুসহ ভারতীয় পণ্য বাংলাদেশ প্রবেশ করাচ্ছে। প্রবেশকালে ভারতীয় পণ্যের কিছু চালান বিজিবি’র হাতে আটকা পড়লেও প্রায় সময় সীমান্তরক্ষী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ পণ্য প্রবেশ করিয়ে ছড়িয়ে দেয়া হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। যার মধ্যে ভারতীয় গরু, পোষাক, কসমেটিক, প্রসাধনি, মসলা, ফুচকাসহ অন্তত ১৫ থেকে ২০ জাতের পণ্য রয়েছে বলে জানা যায়। সাম্প্রতিক সময়ে সড়ক পথে কঠোর নজরদারি থাকায় চোরাচালানের রুট পাল্টে নৌপথ ব্যবহারের মাধ্যমে অভিনব পন্থায় নৌকার সাহায্যে পাচার করা হচ্ছে ভারতীয় এসব অবৈধ পণ্য ও গরু। সুরমা, কুশিয়ারা, ধোপাজান-চলতি, যাদুকাটা, রক্তি, বৌলাইসহ একাধিক নৌপথ চোরাচালানের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে চোরাকারবারি।
এদিকে নৌপথে চোরাচালান বন্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করছে বিজিবি। ছদ্মবেশে নৌ পরিবহনে পাচার হওয়ার সময় বিজিবির জালে আটক পড়ছে ভারতীয় গরুসহ চোরাই মালামাল।
গত বুধবার দুপুরে নৌপথে পাচারের সময় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে প্রায় ১ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় পণ্যের চালান জব্দ করে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, ঈদকে সামনে রেখে সম্প্রতি সীমান্ত এলাকায় চোরাকারবারিদের তৎপরতা বেড়েছে। চোরাকারবারিরা তাদের গতিবিধি পাল্টাচ্ছে। সড়ক পথ পরিবর্তন করে নৌপথ ব্যবহার করে ভারতীয় পণ্য পাচার করছে। নৌপথে আমরা আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছি।

গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রক্তি নদীতে নৌ পরিবহনে পাচারকালে টাস্কফোর্সের এক বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫ হাজার কেজি ফুচকা, ১ হাজার কেজি গুঁড়োদুধ, আড়াই হাজার কেজি জিরাসহ বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দেড় কোটি টাকা।
তিনি আরও বলেন, সীমান্তে চোরাকারবার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে গোয়েন্দা তৎপরতা পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
“রাজাকারদের উৎখাতে স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট”

“রাজাকারদের উৎখাতে স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট”