সুনামগঞ্জ , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“রাজাকারদের উৎখাতে স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট” ১০ মাসে ৩৫৫৪ খুন, ৪১০৫ ধর্ষণ, ৮১৯ অপহরণ আজ রাষ্ট্রীয় শোক শহরে জামায়াতের প্রচার মিছিল রেমিট্যান্স যোদ্ধা থেকে সফল উদ্যোক্তা জাহাঙ্গীর আলম লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল মাদকসহ গ্রেফতারের পর জামিনে এসে প্রতিবাদকারীর বিরুদ্ধে মামলা! ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি : নাহিদ ইসলাম ভারতীয় সহকারী হাইকমিশনারের শুল্ক স্টেশন পরিদর্শন পথে যেতে যেতে : পথচারী হাসন তোরণ থেকে আলফাত স্কয়ার শুরু হচ্ছে চার লেন সড়ক নির্মাণকাজ নতুন আঙ্গিকে ‘হোটেল নূরানী’র শুভ উদ্বোধন জনগণের সেবার দায়িত্ব আন্তরিকভাবে পালন করতে হবে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার সম্ভব-অসম্ভবে ভোটের প্রস্তুতি শাপলা প্রতীক কেউ পাবে না: বিবিসি বাংলাকে সিইসি সুনামগঞ্জে এনসিপি’র নেতৃত্বে সাজাউর রাজা সুমন এনসিপি’র কমিটিতে নাম আসা হারুনুর রশিদ বললেন- “তিনি বিএনপি’র রাজনীতিতে যুক্ত” পাসপোর্ট ইস্যু বেড়েছে চার গুণ শহর যানজটমুক্ত করতে ১৬ জুলাই থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ : জেলা প্রশাসক একটি মাত্র সেতুর অভাবে দুর্ভোগে কয়েক হাজার মানুষ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় হাওরে ৫ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ দাবি

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ১২:২২:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০১:০২:৩৯ পূর্বাহ্ন
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় হাওরে ৫ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ দাবি
সুনামকণ্ঠ ডেস্ক ::
জয়বায়ু পরিবর্তনে হাওর অঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত হয় মন্তব্য করে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ৫ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ চেয়েছেন সংশ্লিষ্টরা। হাওর রক্ষায় করণীয় তুলে ধরে তারা বলেন, হাওর অঞ্চলে মাছের প্রজননকালীন সময়ে মাছ ধরা বন্ধ রাখা এবং ঐ সময় জেলেদের প্রণোদনা প্রদানসহ কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। শুক্রবার (৩০ মে) বেলা তিনটায় সিলেট নগরের জিন্দাবাজারে ইমজা হলে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব দাবি তলে ধরেন। পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা এই আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ স¤পাদক রজত সরকারের পরিচালনায় সভায় মুখ্য আলোচকের বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ও এনভারমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোস্তাক আহমদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাসমির রেজা। বিশেষ আলোচকের বক্তব্য দেন শাবিপ্রবির অর্থনীতি বিভাগের অধ্যাপক মাহমুদা সুলতানা, রসায়ন বিভাগের অধ্যাপক ড. শাহাদাত চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক শহীদুল ইসলাম সোহেল, কবি পুলিন রায় প্রমুখ। মূল প্রবন্ধে কাসমির রেজা ১৬ দফা প্রস্তাবনা তুলে ধরেন। এতে হাওর এলাকার জন্য ৫ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ দাবি ছাড়াও রয়েছে- হাওর অঞ্চলে মাছের প্রজননকালীন সময়ে মাছ ধরা বন্ধ রাখা, ঐ সময় জেলেদের প্রণোদনা প্রদান, বজ্রপাতে হতাহতের সংখ্যা কমাতে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য এ বছর বাজেটে বিশেষ বরাদ্দ রাখা, সুনামগঞ্জে একটি পূর্ণাঙ্গ আবহাওয়া অফিস স্থাপন, হাওরের বিদ্যালয়ের জন্য সরকারিভাবে নৌকা বরাদ্দ করা, হাওরের গ্রামগুলোকে ভাঙ্গনের কবল থেকে রক্ষা করতে গ্রাম প্রতিরক্ষা দেয়াল নির্মাণ, ফসল রক্ষা বাঁধের বিকল্প হিসেবে হাওরের নদী ও বিল ক্যাপিটাল ড্রেজিং করা, স্বল্প জীবনের ধান আবিস্কারের জন্য গবেষণা ও আবিষ্কৃত ধান কৃষকের কাছে পৌঁছে দিতে বাজেট বরাদ্দ রাখা, হাওরের উন্মুক্ত জলাশয় লিজ দেওয়া বন্ধ করা এবং অভয়াশ্রমগুলো সংরক্ষণ, সরাসরি হাওরের প্রকৃত কৃষকদের কাছ থেকে উপযুক্ত মূল্যে সরকারিভাবে অধিক হারে ধান কেনা, হাওরের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় টেকসই কর্মসূচি গ্রহণ, উড়াল সেতু, সীমান্ত সড়কসহ চলমান প্রকল্প সমূহের জন্য বরাদ্দ নিশ্চিত করা, হাওর অঞ্চলে ঝুঁকি নিয়ে কাজ করা সকল হাওর উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য হাওর ভাতা চালু করা, হাওরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা, কৃষির পাশাপাশি শিল্প ও সেবা খাতের প্রসার ঘটানো, হাওরে বেকারত্ব রোধে বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি ও পরিবেশবান্ধব এবং কমিউনিটি ভিত্তিক পর্যটনের ব্যবস্থা করা। একই সাথে হাওরের সকল প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। প্রধান আলোচক অধ্যাপক ড. মোস্তাক আহমেদ বলেন, উন্নয়নের নামে আমরা যেন হাওরের ক্ষতি না করি। তিনি বলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেন একটা গতানুগতিক বিশ্ববিদ্যালয় না হয়, হাওরের বিষয়গুলো নিয়ে যেন অধ্যয়ন ও গবেষণা হয়। সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেন, টেকসই উন্নয়নের মাধ্যমে যদি হাওর এগিয়ে যায় দেশও এগিয়ে যাবে। তিনি পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা প্রস্তাবিত দাবি বাস্তবায়ন হলে কিছুটা হলেও হাওরের মানুষের দুর্ভোগ কমবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
“রাজাকারদের উৎখাতে স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট”

“রাজাকারদের উৎখাতে স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট”