সুনামগঞ্জ , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“রাজাকারদের উৎখাতে স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট” ১০ মাসে ৩৫৫৪ খুন, ৪১০৫ ধর্ষণ, ৮১৯ অপহরণ আজ রাষ্ট্রীয় শোক শহরে জামায়াতের প্রচার মিছিল রেমিট্যান্স যোদ্ধা থেকে সফল উদ্যোক্তা জাহাঙ্গীর আলম লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল মাদকসহ গ্রেফতারের পর জামিনে এসে প্রতিবাদকারীর বিরুদ্ধে মামলা! ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি : নাহিদ ইসলাম ভারতীয় সহকারী হাইকমিশনারের শুল্ক স্টেশন পরিদর্শন পথে যেতে যেতে : পথচারী হাসন তোরণ থেকে আলফাত স্কয়ার শুরু হচ্ছে চার লেন সড়ক নির্মাণকাজ নতুন আঙ্গিকে ‘হোটেল নূরানী’র শুভ উদ্বোধন জনগণের সেবার দায়িত্ব আন্তরিকভাবে পালন করতে হবে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার সম্ভব-অসম্ভবে ভোটের প্রস্তুতি শাপলা প্রতীক কেউ পাবে না: বিবিসি বাংলাকে সিইসি সুনামগঞ্জে এনসিপি’র নেতৃত্বে সাজাউর রাজা সুমন এনসিপি’র কমিটিতে নাম আসা হারুনুর রশিদ বললেন- “তিনি বিএনপি’র রাজনীতিতে যুক্ত” পাসপোর্ট ইস্যু বেড়েছে চার গুণ শহর যানজটমুক্ত করতে ১৬ জুলাই থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ : জেলা প্রশাসক একটি মাত্র সেতুর অভাবে দুর্ভোগে কয়েক হাজার মানুষ
দু’জনের অবস্থা আশঙ্কাজনক

সাবেক প্রেমিকাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতের পর আত্মহত্যার চেষ্টা ছাত্রলীগ নেতার

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ১২:১১:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০১:০৪:১৩ পূর্বাহ্ন
সাবেক প্রেমিকাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতের পর আত্মহত্যার চেষ্টা ছাত্রলীগ নেতার
স্টাফ রিপোর্টার ::
৫ আগস্টের পর মামলায় জড়িত নিষিদ্ধ ছাত্রলীগের শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ (২৮) পলাতক ছিলেন।

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই বিশ্ববিদ্যালয়ের শাল্লা উপজেলার বাসিন্দা এক ছাত্রীর সঙ্গে। যিনি এখন ওই উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তার বিয়ে ছিল আগামী রবিবার। এই খবর পেয়ে সুনামগঞ্জে এসে সাবেক প্রেমিকাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে নিজেকেও সেই ছুরিতে বিদ্ধ করেছেন। এখন দুইজন দুটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ শহরের হাছননগর এলাকায় এই ঘটনা ঘটে। সঞ্জীবন বর্তমানে পুলিশ প্রহরায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আশঙ্কাজনক। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের নৌকাখালী গ্রামের বাসিন্দা। তবে তারা শহরের নতুনপাড়ায় বসবাস করেন।
স্থানীয় সূত্রে জানাযায়, পড়াশোনা শেষে মেয়েটি এখন শিক্ষকতা করছেন। কিন্তু তাদের সম্পর্কে ফাটল ধরে। সঞ্জীবন গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন। এর মধ্যেই মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেন তিনি। কিন্তু মেয়ে ও তাঁর পরিবার তাতে রাজি হয়নি। পারিবারিকভাবে অন্য একটি ছেলের সঙ্গে আগামী রোববার মেয়েটির বিয়ের দিন ঠিক করা ছিল। এ জন্য মেয়েটি উপজেলা থেকে সুনামগঞ্জ পৌর শহরে তার ভাইয়ের বাসায় আসেন। এখানেই বিয়ের আয়োজন চলছিল।
বৃহস্পতিবার বিকেলে মেয়েটি তার বৌদিকে সঙ্গে নিয়ে শহরের হাসননগর এলাকার একটি পার্লারে যান। পার্লারে ঢোকার আগেই সঞ্জীবন সামনে এসে দাঁড়ায়। মেয়েটিকে একটু আড়ালে নিয়েই এলোপাতাড়ি ছুরিকাঘাত করে চলে যায় সে। পরে আশপাশের লোকজন মেয়েটিকে আহত অবস্থায় সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যান। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরবর্তীতে রাতেই তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সঞ্জীবন ঘটনাস্থল থেকে পালিয়ে চলে যায় শহরের ধোপাখালী শ্মশানঘাট এলাকায়। সেখানে সে নিজের শরীরে ছুরি দিয়ে আঘাত করে। তখন আশপাশের লোকজন তাকে ধরে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাকে সদর হাসপাতালে নিয়ে যায়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মেয়েটির এক চাচাতো ভাই চিকিৎসক। তিনি জানান, তার বোনের শরীরে ধারালো ছুরির ১০টি আঘাতের চিহ্ন আছে। এর মধ্যে ৯টিই গভীর ক্ষত। সুনামগঞ্জ থেকে প্রথমে তাকে ওসমানী মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। রাতে একটি বেসরকারি হাসপাতালে এনে অস্ত্রোপচার করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। মেয়েটির পরিবারের আরেক সদস্য জানান, সঞ্জীবন তাকে বিয়ের প্রস্তাব দিয়ে নানাভাবে হুমকি দিচ্ছিল। সঞ্জীবনের পরিবারকে জানানোর পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
মোহনপুর ইউনিয়নের ইউপি সদস্য ও নৌকাখালি গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া সঞ্জীবন চক্রবর্তী পার্থের স্বজনদের বরাতে জানান, বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠেছিল। সম্প্রতি তাদের প্রেম ভেঙে যায়। মামলায় আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছে পার্থ। এখন মেয়েটির বিয়ের খবর পেয়ে তাকে আক্রমণ করেছে এবং নিজেকেও ছুরিকাঘাত করেছে। আগামী রোববার ছুরিকাঘাতে আহত তরুণীর হওয়ার কথা ছিল বলে জানান তিনি।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি আবুল কালাম জানান, অভিযুক্ত পার্থকে আটকের পর তিনি পুলিশি হেফাজতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছে মেয়েটির পরিবার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
“রাজাকারদের উৎখাতে স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট”

“রাজাকারদের উৎখাতে স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট”