সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল মাদকসহ গ্রেফতারের পর জামিনে এসে প্রতিবাদকারীর বিরুদ্ধে মামলা! ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি : নাহিদ ইসলাম ভারতীয় সহকারী হাইকমিশনারের শুল্ক স্টেশন পরিদর্শন পথে যেতে যেতে : পথচারী হাসন তোরণ থেকে আলফাত স্কয়ার শুরু হচ্ছে চার লেন সড়ক নির্মাণকাজ নতুন আঙ্গিকে ‘হোটেল নূরানী’র শুভ উদ্বোধন জনগণের সেবার দায়িত্ব আন্তরিকভাবে পালন করতে হবে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার সম্ভব-অসম্ভবে ভোটের প্রস্তুতি শাপলা প্রতীক কেউ পাবে না: বিবিসি বাংলাকে সিইসি সুনামগঞ্জে এনসিপি’র নেতৃত্বে সাজাউর রাজা সুমন এনসিপি’র কমিটিতে নাম আসা হারুনুর রশিদ বললেন- “তিনি বিএনপি’র রাজনীতিতে যুক্ত” পাসপোর্ট ইস্যু বেড়েছে চার গুণ শহর যানজটমুক্ত করতে ১৬ জুলাই থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ : জেলা প্রশাসক একটি মাত্র সেতুর অভাবে দুর্ভোগে কয়েক হাজার মানুষ পাঁচ গুণিজনকে সম্মাননা প্রদান ‘রাজসাক্ষী’ হিসেবে শর্তসাপেক্ষে চৌধুরী মামুনকে ক্ষমা করা যেতে পারে : ট্রাইব্যুনাল ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি, স্পষ্ট হচ্ছে অদৃশ্য শত্রু : তারেক রহমান চার উপজেলায় এসিল্যান্ড নেই, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা শহরের খাল উদ্ধারে ফের শুরু হচ্ছে অভিযান

এবার সুনামগঞ্জ সীমান্তে ১৬ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ : সতর্ক অবস্থানে বিজিবি

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০৮:২৯:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০৮:৫৪:২৫ পূর্বাহ্ন
এবার সুনামগঞ্জ সীমান্তে ১৬ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ : সতর্ক অবস্থানে বিজিবি
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অব্যাহতভাবে পুশইন চালিয়ে যাচ্ছে ভারত
সম্প্রতি সিলেট সীমান্তে পুশইনের ঘটনা বেশি ঘটলেও এবার সুনামগঞ্জ সীমান্ত দিয়েও পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। জেলার ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে ১৬ জনকে ঠেলে পাঠিয়েছে তারা। বুধবার (২৮ মে) ভোররাতে উপজেলার নোয়াকোট এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। বিজিবি জানায়, নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ২ ব্যাটালিয়ন বিএসএফ কুড়িখাল ক্যা¤েপর সীমান্ত পিলার ১২৪৬/এমপি দিয়ে ১৬ জনকে পুশইন করে। আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছাতক উপজেলার ছনবাড়ীতে এদের আটক করা হয়। আটককৃতরা সবাই বাংলাদেশি নাগরিক। এর মধ্যে পাঁচ জন নারী, পাঁচ জন পুরুষ ও ছয় শিশু রয়েছে। আটককৃতরা হলো- কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম থানার বুকডাঙ্গা পাটেশ্বরী বাজার গ্রামের আকবর আলীর ছেলে মো. আইয়ুব আলী (৪২), তার স্ত্রী মোছা. হাসিনা বেগম (৩০), ছেলে মো. হাসান আলী (১১); একই গ্রামের মো. আবেদ আলীর ছেলে মো. জাহিদ হাসান (৩০), তার স্ত্রী মোছা. রোপা আক্তার (২৩); কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার মধ্যে কাশিপুর গ্রামের মৃত আমজাদের স্ত্রী মোছা. হাসিনা খাতুন (৩৫), ছেলে মো. হাসানুর (২২), মো. মিজানুর (১৬) ও মকুল (৮)। কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম থানার বুদার বান্নী গ্রামের ফোকা মিয়ার ছেলে মো. আতাউর (২৫), তার স্ত্রী মোছা. জান্নাতি (২২), ছেলে মো. জাহিদ (৫), মেয়ে আতিকা (১)। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বড় বিটা গ্রামের মো. নবী উল্লা হকের ছেলে মো. শহিদুল ইসলাম (৩০), তার স্ত্রী মোছাঃ নুন নাহার (২৪), মেয়ে শরীফা (২.৫)। এদিকে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন অংশে কোনো পুশইনের ঘটনা না ঘটলেও দোয়ারাবাজার উপজেলার পেকপাড়া সীমান্ত দিয়ে তিন হিজড়া অনুপ্রবেশ করেছেন। যারা সবাই বাংলাদেশী। তারা দীর্ঘদিন ভারতে অবৈধভাবে বসবাস করে আসছিলেন। সম্প্রতি নিরাপত্তাহীনতার কারণে স্বেচ্ছায় দেশে অনুপ্রবেশ করেন বলে জানিয়েছে বিজিবি। এদিকে, পুশইন ও অবৈধ অনুপ্রবেশের ঘটনায় সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে সতর্কতা বাড়িয়েছে বিজিবি। সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন অংশে যুক্ত করা হয়েছে বাড়তি লোকবল। সার্বক্ষণিক টহল জোরদারের পাশাপাশি নজরদারি কয়েকগুণ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির বলেন, ভারতের পক্ষ থেকে জোরপূর্বক পুশইন করানো হচ্ছে। বুধবার ছাতক অংশে পুশইন করানো হয়েছে। আমরা সীমান্তে অনুপ্রবেশ বন্ধে সতর্কতা বাড়িয়েছি। অবৈধভাবে ভারতে প্রবেশ না করতে জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে। বিজিবি সদস্যদের সহযোগিতা করতে সীমান্তের বাসিন্দাদের অনুরোধ জানান এই কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল

লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল