সুনামগঞ্জ , শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ , ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ অনলাইন জুয়ার ‘হটস্পট’ জাউয়াবাজার প্রতিপক্ষের সুলফির আঘাতে নিহত ১ বিএনপি নেতার বিরুদ্ধে আ.লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ অনলাইন জুয়ায় নিঃস্ব হচ্ছে মানুষ তাহিরপুরে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ ৬ রাউন্ড গুলিসহ বিদেশি রিভলবার জব্দ ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে কবে থেকে কার্যকর হবে? একটি মহল চেষ্টা করছে গণতান্ত্রিক শক্তি যেন ক্ষমতায় না আসে : মির্জা ফখরুল বর্জ্যে ভুগছে টাঙ্গুয়ার হাওর হাওরের ফসল রক্ষায় প্রায় চূড়ান্ত ২,২৪৮ কোটি টাকার প্রকল্প সুনামগঞ্জ মা ও শিশুকল্যাণ কেন্দ্র বরাদ্দের অভাবে বন্ধ নির্মাণকাজ ইশতেহার তৈরি করছে বিএনপি, গোপনে চলছে প্রার্থী যাচাই সভাপতি ও সম্পাদক পদে লড়ছেন চারজন জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত কবি ইকবাল কাগজী ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ আর নেই প্রাথমিকে এক হাজার শিক্ষকের পদ শূন্য ব্যাহত শিক্ষা কার্যক্রম শৃঙ্খলা ফিরছে না টাঙ্গুয়ার হাওরে গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে হবে : জেলা প্রশাসক
তিনদিন ব্যাপী ভূমি মেলা সম্পন্ন

কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৫ ০৯:১৯:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৫ ০৯:১৯:০২ পূর্বাহ্ন
কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার :: ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ - এই প্রতিপাদ্যকে নিয়ে সুনামগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার সমাপনী দিনে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য ভূমি সেবা গ্রহণ ও ভূমি উন্নয়ন কর প্রদান স¤পর্কিত বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। কুইজ প্রতিযোগিতার শুরুতেই অংশগ্রহনকারী সকল শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রানী রায়। এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার শারমিন বেগম, সহকারী কমিশনার সাহেল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। কুইজ প্রতিযোগিতা শেষে সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণী ও তিন দিনব্যাপী ভূমি মেলার সমাপনী অনুষ্ঠান শুরু হয়। এসময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন অন্বেষা চৌধুরী, মনিষা চক্রবর্তী এবং সানি মোহাম্মদ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, শিক্ষার্থীদের মধ্যে ভূমি সংক্রান্ত জ্ঞান এবং সচেতনতা গড়ে তোলা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যত বেশি ভূমি ব্যবস্থাপনা স¤পর্কে জানবে, তত বেশি সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে পারবে। আজকের এই কুইজ প্রতিযোগিতায় তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে মুগ্ধ করেছে। এটি প্রমাণ করে যে তোমরা জ্ঞান অর্জনে কতটা আগ্রহী এবং দেশের প্রতি কতটা দায়বদ্ধ। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, এই মেলা এবং কুইজ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে ভূমি আইন, ভূমি কর এবং ভূমি সেবাসমূহ সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা দিতে পেরেছে। শিক্ষার্থীরা এই জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেদের জমি সুরক্ষিত রাখতে পারবে এবং অন্যদেরও উৎসাহিত করতে পারবে। জেলা প্রশাসক বলেন, এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছো, তাদের আমি আন্তরিক অভিনন্দন জানাই। তোমাদের মেধা ও অধ্যবসায় সত্যিই প্রশংসার যোগ্য। আর যারা বিজয়ী হতে পারোনি, তাদেরও আমি সাধুবাদ জানাই। প্রতিযোগিতায় অংশগ্রহণই সবচেয়ে বড় কথা। জ্ঞান অর্জনের এই ধারা তোমরা সবসময় বজায় রাখবে, এই কামনা করি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স