মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর ইস্যুতে এনডিএফ’র বিক্ষোভ
- আপলোড সময় : ২৮-০৫-২০২৫ ০৯:১৬:৫১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৮-০৫-২০২৫ ০৯:১৬:৫১ পূর্বাহ্ন

মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর ইস্যুতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ), সুনামগঞ্জ জেলা কমিটি। মঙ্গলবার বিকেল ৫টায় শ্রমিক-কৃষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ লাল পতাকা মিছিল করে সুনামগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে স্থানীয় আলফাত উদ্দিন চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রতœাংকুর দাস জহরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, সহসভাপতি আমির উদ্দিন, সাধারণ স¤পাদক সাইফুল আলম ছদরুল, সুনামগঞ্জ সদর উপজেলা রিকসা ভ্যান শ্রমিক সংঘের সাধারণ স¤পাদক মো. আব্দুর করিম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মার্কিন পরিকল্পনায় ‘মানবিক করিডোর’-এর নামে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধে সম্পৃক্ত করা এবং বিদেশিদের হাতে বন্দর তুলে দেয়ার ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র প্রতিহতে সকলের প্রতি আহ্বান জানান বক্তারা। - সংবাদ বিজ্ঞপ্তি
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ