সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ , ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাঙ্গুয়ার হাওরে ৫০ কোটি টাকার প্রকল্প বদলাবে কিছু - নাকি ফিরবে সেই পুরোনো গল্পে? জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় গ্রেফতার জামালগঞ্জে একজন সহকারী শিক্ষা কর্মকর্তা দেখেন ১২৬ প্রাথমিক বিদ্যালয় বিশ্বম্ভরপুরে দু’টি ব্রিজ নির্মাণে ধীরগতি : ভোগান্তিতে এলাকাবাসী শহরে ১৭ মণ নিষিদ্ধ পলিথিন জব্দ প্রধান উপদেষ্টার বৈঠকের পরও নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশ বিএনপি মায়ের সাথে অভিমান করে মেয়ের আত্মহত্যা দুর্যোগে রক্ষাকবচ পাগনার হাওরের সাত করচ বাগান সুনামগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযান ওয়েজখালিতে সহস্রাধিক ভারতীয় শাড়ি জব্দ বিশ্বম্ভরপুরের ইউএনওকে রংপুরে বদলি শান্তিগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ সরঞ্জাম ধ্বংস সার্বভৌমত্বের প্রশ্নে সেনাবাহিনী আপসহীন ৫ ঘণ্টা বাথরুমে লুকিয়ে থাকার গল্প শোনালেন ওবায়দুল কাদের মনোনয়ন বাণিজ্য : জিএম কাদের ও চুন্নুর বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই পথে যেতে যেতে : পথচারী যাতায়াত বিড়ম্বনায় গুদাম বিমুখ হাওরের কৃষক ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে : তারেক রহমান সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : জেলা প্রশাসক সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন

জামালগঞ্জে একজন সহকারী শিক্ষা কর্মকর্তা দেখেন ১২৬ প্রাথমিক বিদ্যালয়

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৫ ১২:৪১:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৫ ১২:৪১:১১ পূর্বাহ্ন
জামালগঞ্জে একজন সহকারী শিক্ষা কর্মকর্তা দেখেন ১২৬ প্রাথমিক বিদ্যালয়
বাদলকৃষ্ণ দাস :: জামালগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষা কর্মকর্তার পদ দীর্ঘ মেয়াদে শূন্য থাকায় বিদ্যালয়ের মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিদর্শন ও তদারকিতে স্থবিরতা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার ১২৬টি প্রাথমিক বিদ্যালয়ের জন্য পরিদর্শন ও তদারকি কাজে শিক্ষা কর্মকর্তার পাশাপাশি আরো ৪ জন সহকারী কর্মকর্তা থাকার বাধকতা রয়েছে। অথচ দীর্ঘদিন ধরে মাত্র একজন সহকারী শিক্ষা কর্মকর্তা দিয়ে ৪জনের দায়িত্ব সামলানো হচ্ছে। যে কারণে বিদ্যালয়গুলোতে নিয়মিত পর্যবেক্ষণ,তদারকি, ব্যাহত হচ্ছে। যোগাযোগে দুর্গম, হাওরবেষ্টিত এই উপজেলায় মাত্র একজন সহকারী কর্মকর্তা দিয়ে ১২৬টি বিদ্যালয়ের দেখভাল করা মোটেই সম্ভব নয়। তাই একমাত্র সহকারী কর্মকর্তাকে মাঠ পর্যায়ে দৌড়ের উপর থাকতে হচ্ছে। এতে করে সবগুলো বিদ্যালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে তদারকি সম্ভব হচ্ছে না। অভিযোগ উঠেছে, কর্মকর্তা শূন্যতায় নিয়মিত কর্মকর্তাদের নজরদারি না থাকায় অনেক বিদ্যালয়ে পাঠদানে নির্ধারিত সময়সূচি অনুসরণ করা হচ্ছে না। খোঁজ নিয়ে জানা যায়, জনবল শূন্যতার কারণে দুর্গম দূরবর্তী এমনও বিদ্যালয় আছে যেখানে কোনো কর্মকর্তা বছরে একবারও যেতে পারেন না। যে কারণে দূরবর্তী এলাকার বিদ্যালয়ের শিক্ষকরা তাদের মর্জিমাফিক পাঠদান কার্যক্রম চালিয়ে থাকেন। এতে করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করাও সম্ভব হচ্ছে না। এর প্রভাব পড়ছে শিক্ষা কার্যক্রমে উপর। মুখ থুবড়ে পড়েছে বুনিয়াদি প্রাথমিক শিক্ষাখাত। হাওরবেষ্টিত জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় রীতিমতো বেহাল অবস্থা বিরাজ করছে। এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা পীযুষ কান্তি মজুমদার বলেন, জামালগঞ্জে সহকারী শিক্ষা কর্মকর্তার পদ ৪টি। কর্মরত আছেন মাত্র ১জন। এতে ১২৬টি বিদ্যালয় তদারকি করা কঠিন। যদি শূন্য পদ পূরণ করা হতো তবে শিক্ষা কার্যক্রম আরো মানসম্মতভাবে চালানো যেতো। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস বলেন, আমাদের জেলাতে সহকারী শিক্ষা কর্মকর্তার পদ হচ্ছে ৬৩টি। কর্মরত আছেন মাত্র ১৮জন। ৪৭টি পদ শূন্য। আমরা খুবই খারাপ অবস্থার মধ্যে আছি। আমি বার বার ঢাকাতে সহকারী কর্মকর্তা চেয়ে চিঠি লিখেছি। এটা তো সরকারি সিদ্ধান্তের ব্যাপার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। আশা করছি এই সমস্যা সমাধান হয়ে যাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ