মধ্যনগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপলোড সময় : ০৩-০৯-২০২৪ ১১:৩৮:২১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৩-০৯-২০২৪ ১১:৩৮:২১ পূর্বাহ্ন
 
                                  
                     
                            
                               মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার রৌহা গ্রামের সামনের সড়ক থেকে রবিবার (১ সেপ্টেম্বর) রাতে বিদ্যা আলম (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী। বিদ্যা আলমের বাড়ি উপজেলার সালিয়ানী গ্রামে।
মধ্যনগর থানার এসআই বিকাশ সরকার জানান, উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রৌহা গ্রামের সামনের সড়কে রবিবার রাতে উপজেলার মধ্যনগর ইউনিয়নের সালিয়ানি গ্রামের মাদকব্যবসায়ী বিদ্যা আলম গাঁজা বিক্রি করছিলেন। এমন খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী ওইদিন রাত ৯টা বেজে ৪০মিনিটের সময় সেখানে গিয়ে ওই মাদকব্যবসায়ীকে গাঁজাসহ আটক করে ঘটনাটি তারা পুলিশকে জানান। পরে রাত ১০টা বেজে ৪০মিনিটের সময় ঘটনাস্থলে গিয়ে ২৫ গ্রাম গাঁজাসহ ওই মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। সোমবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
                           
                           
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
                            
                       
     কমেন্ট বক্স 
                            
 
                          
                       
                        
                                      সর্বশেষ সংবাদ
                                
                                 
 
 
  মধ্যনগর প্রতিনিধি
 মধ্যনগর প্রতিনিধি  
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                     
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                