সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ , ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক : ভেস্তে গেছে চার লেন প্রকল্প জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ইরা-সিআরইএ প্রকল্পের ‘অভিযোজন এক্সপো’ সম্পন্ন কাজের খোঁজে গ্রামাঞ্চলের দিনমজুররা শহরমুখী প্রশাসনের অনুমতি ছাড়াই শিল্পপণ্য মেলার আয়োজন! লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা তাহিরপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ র‌্যাবের অভিযানে ভারতীয় ২৭২ বোতল মদ জব্দ যারা নির্বাচনের বিরোধিতা করছে তারা দেশের শত্রু : কয়ছর এম আহমদ প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : কয়ছর এম আহমদ বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় : তারেক রহমান সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’ দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর এম আহমেদ জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্প পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তাহিরপুরে তোপের মুখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ভূমি মেলা উদ্বোধন

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০২:১০:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০২:১০:৩৬ পূর্বাহ্ন
সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা পর্যায়ে ৩ দিন ব্যাপী ‘ভূমি মেলা-২০২৫’ এর উদ্বোধন করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এই মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। মেলার উদ্বোধন উপলক্ষে রবিবার (২৫ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কাঁটার মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপন করা ভূমি মেলার স্টল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি মেলায় আগত সেবা গ্রহীতাদের মাঝে ভূমিসেবা সংক্রœÍ লিফলেট বিতরণ করার পাশাপাশি সবাইকে ভূমি সেবা গ্রহণ করতে উদ্বুদ্ধ করেন। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রাণী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবস¤পদ ব্যবস্থাপনা) তাপস শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিনসহ অন্যানরা উপস্থিত ছিলেন। এরপরে সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শুরু হয় উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রাণী রায়। পরে তিনি উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে একটি ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোসা. মরিয়ম আক্তারের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, জেলা প্রাণিস¤পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম, সাংবাদিক তানভীর আহমেদ, সেবা গ্রহীতা আবু বক্কর, জয়নাল হাজারী, গুলেনুর মিয়া প্রমুখ। এরপর সম্মেলন কক্ষে শুরু হয় জনসচেতনতা মূলক সভা। পরে জেলা পর্যায়ে ‘ভূমি সেবা অটোমেশন : বিদ্যমান চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের পথ-নকশা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সেমিনার ও জনসচেতনতামূলক সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রাণী রায়। সেমিনার বিভিন্ন উপজেলা থেকে আগত সেবা গ্রহীতাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে সেবা গ্রহীতাদের আবেদনের প্রেক্ষিতে ভূমি মেলার স্টল থেকে খতিয়ানের অনুলিপি (পর্চা) ও ম্যাপ বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রানী রায়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রাণী রায় বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের হেল্প ডেস্কে ১৫০ টাকায় খতিয়ানের আবেদন করা যায়। সেবা গ্রহীতারা যখনই আবেদন করেন তখন সাথে সাথে আমরা একটা নির্দিষ্ট তারিখ দিয়ে যেই যে উনারা কত দিনের মধ্যে খতিয়ান পাবেন। তারপর নির্ধারিত ঐ সময়ের মধ্যেই সেবা গ্রহীতাদের মাঝে খতিয়ান বিতরণ করা হয়। তিনি আরও বলেন, ভূমি মেলা উপলক্ষে আজকে আমরা বেশ কয়েকজনের মধ্যে খতিয়ানের অনুলিপি (পর্চা) বিতরণ করেছি। একই সাথে একটি ম্যাপও বিতরণ করা হয়েছে। পরে তিনি মেলায় উপস্থিত সকলকে ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর (খাজনা), স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ, ই-পর্চার আবেদন, ভূমি সংক্রান্ত তথ্য যাচাই বাছাই ও স্মার্ট ভূমির নকশাসহ ভূমি সংক্রান্ত নানা কার্যক্রম অনলাইনে ঘরে বসেই স¤পাদন করতে উদ্বুদ্ধ করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ভূমি মেলা এই বছর প্রথম হচ্ছে। আমরা চাই, ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে। আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। এই ভূমি মেলা সেই লক্ষ্য অর্জনে একটি গুরুত্বপূর্ণ ধাপ। তিনি আরও বলেন, এই মেলায় ভূমি সংক্রান্ত সকল প্রকার সেবা, যেমন - অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারির আবেদন, খতিয়ান সংশোধন, মৌজা ম্যাপ সংগ্রহসহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা যাবে। আমরা চাই সাধারণ মানুষ কোনো রকম ভোগান্তি ছাড়াই যেন তাদের ভূমি সংক্রান্ত কাজ স¤পন্ন করতে পারেন। জেলা প্রশাসক বলেন, ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ভূমি সংক্রান্ত সেবাসমূহ অটোমেশনের মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর জন্য নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। তারই আলোকে দেশের মানুষ বর্তমানে ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর (খাজনা), স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ, ই-পর্চার আবেদন, ভূমি সংক্রান্ত তথ্য যাচাই বাছাই ও স্মার্ট ভূমির নকশাসহ ভূমি সংক্রান্ত নানা কার্যক্রম অনলাইনে ঘরে বসেই স¤পাদন করতে পারছেন। তিনি বলেন, মেলায় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান ও রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন গ্রহণ, হাট-বাজারের চান্দিনা ভিটির লাইসেন্স নবায়ন, খতিয়ানের করণিক ভুল সংশোধন আবেদন জমা প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি পাওয়ার আবেদন গ্রহণ, অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ, মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গণশুনানি, আপত্তি বা আপিল, দাখিল ও নি®পত্তির কার্যক্রম গ্রহণ এবং সেবা গ্রহীতাদের বিভিন্ন জিজ্ঞাসার সরাসরি উত্তর প্রদান করার ব্যবস্থা রয়েছে। এখানে সেবাগ্রহীতারা আসবেন, তাদের সমস্যার কথা বলবেন, সমস্যার সমাধান করবেন এজন্যই মূলত ভূমি মেলার আয়োজন করা হয়েছে। সবশেষে, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জেলার সকল নাগরিককে এই মেলায় এসে তাদের ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স