সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল মাদকসহ গ্রেফতারের পর জামিনে এসে প্রতিবাদকারীর বিরুদ্ধে মামলা! ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি : নাহিদ ইসলাম ভারতীয় সহকারী হাইকমিশনারের শুল্ক স্টেশন পরিদর্শন পথে যেতে যেতে : পথচারী হাসন তোরণ থেকে আলফাত স্কয়ার শুরু হচ্ছে চার লেন সড়ক নির্মাণকাজ নতুন আঙ্গিকে ‘হোটেল নূরানী’র শুভ উদ্বোধন জনগণের সেবার দায়িত্ব আন্তরিকভাবে পালন করতে হবে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার সম্ভব-অসম্ভবে ভোটের প্রস্তুতি শাপলা প্রতীক কেউ পাবে না: বিবিসি বাংলাকে সিইসি সুনামগঞ্জে এনসিপি’র নেতৃত্বে সাজাউর রাজা সুমন এনসিপি’র কমিটিতে নাম আসা হারুনুর রশিদ বললেন- “তিনি বিএনপি’র রাজনীতিতে যুক্ত” পাসপোর্ট ইস্যু বেড়েছে চার গুণ শহর যানজটমুক্ত করতে ১৬ জুলাই থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ : জেলা প্রশাসক একটি মাত্র সেতুর অভাবে দুর্ভোগে কয়েক হাজার মানুষ পাঁচ গুণিজনকে সম্মাননা প্রদান ‘রাজসাক্ষী’ হিসেবে শর্তসাপেক্ষে চৌধুরী মামুনকে ক্ষমা করা যেতে পারে : ট্রাইব্যুনাল ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি, স্পষ্ট হচ্ছে অদৃশ্য শত্রু : তারেক রহমান চার উপজেলায় এসিল্যান্ড নেই, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা শহরের খাল উদ্ধারে ফের শুরু হচ্ছে অভিযান
মানববন্ধন

জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়ক সংস্কারের দাবি

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ১১:১৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০৮:৫০:২৪ পূর্বাহ্ন
জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়ক সংস্কারের দাবি
জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জের সাথে জেলা সদরের সংযোগ সড়কের (জামালগঞ্জ-সুনামগঞ্জ) বেহাল দশা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অবহেলার গাফলতির প্রতিবাদে সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২৪ মে) বিকেলে নোয়াগাঁও বাজারের মাহমুদ আলী ম্যানশনের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন করে ভীমখালী ইউনিয়নের যুব সমাজ ও সচেতন নাগরিকবৃন্দ। সাইদিল মুরসালিনের পরিচালনায় প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট শাহিনুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান মো. রশীদ আহমদ, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, নোওয়াগাঁও বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম কাপ্তান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সেলিম আহমদ জায়গীরদার, ভীমখালী ইউনিয়ন জামায়াতের আমির সাইফ উজ্জ্বল, আবাবীল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লাহ আলমগীর, গীতিকার ইমরুল কয়েস, জুবায়ের আহমদ, রেজা, জমির হোসেন, আখলাখুল আম্বিয়া শিরিন ও ফয়জুন্নুর।
এ সময় উপস্থিত ছিলেন ভীমখালী ইউনিয়নসহ উপজেলার যুবসমাজ ও সচেতন নাগরিক বৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০২২ সালের বন্যার পর থেকে জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়কটি ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিন ধরে বড় বড় গর্ত, খানাখন্দে জলাবদ্ধতা তৈরি হলেও কোন ধরনের সংস্কার হয়নি। এতে জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিক্ষার্থী, অসুস্থ রোগী, নারী, ব্যবসায়ীরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন। প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলগামী শিশু ও রোগীদের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। সম্প্রতি রাস্তায় পড়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর জানালেও রাস্তা সংস্কারে কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে। নারীরা এই রাস্তা ব্যবহার করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। এই রাস্তায় পণ্য পরিবহন করতে গিয়ে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বক্তারা আরও বলেন, সড়কটি দ্রুত সংস্কার ও পুনঃনির্মাণের উদ্যোগ নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। কর্মসূচি শেষে তারা সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদানেরও ঘোষণা দেন।
এ বিষয়ে উপজেলা এলজিইডির কর্মকর্তা সানোয়ার হোসেন বলেন, বিগত ১৪ বছর যাবত এই রাস্তায় কোন কাজ হয়নি। আমি এখানে আসার পর পিডি স্যারের সাথে কথা বলেছি এবং কাগজপত্র প্রেরণ করেছি। বিভাগীয় তত্ত্বাবধায়ক স্যারের সাথেও কথা হয়েছে। আশা করছি আগামী জুলাই মাসে হিলিপ প্রকল্পের বরাদ্দ পাব। বরাদ্দ পাওয়া সাথে সাথে টেন্ডার হবে এবং রাস্তার কাজ দ্রুত গতিতে সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, এটি জামালগঞ্জের উপজেলা প্রশাসনসহ তিনটি ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষের সরাসরি যোগাযোগের একমাত্র রাস্তা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল

লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল