তানভীর আহমেদ ::
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-কে কেন্দ্র করে গতকাল শুক্রবার (২৩ মে) বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে যেন প্রাণের জোয়ার এসেছিল।
দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষণীয়।
তবে, ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে যে এমন বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যাবে, তা হয়তো অনেকেই ভাবতে পারেননি। কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম, দর্শকদের বাঁধভাঙা উল্লাস আর মুহুর্মুহু করতালিতে এক অন্যরকম আবহের সৃষ্টি হয়েছিল, যা সুনামগঞ্জের ফুটবলে নবজাগরণের জানান দিচ্ছিল। উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে ১(৪)-১(৩) গোলে ছাতক উপজেলাকে হারিয়ে চ্যা¤িপয়ন হয়েছে সুনামগঞ্জ সদর উপজেলা। ফুটবল বোদ্ধারা জানান, দীর্ঘদিন ধরে সুনামগঞ্জে ফুটবল খেলার প্রতি দর্শকদের আগ্রহে ভাটা পড়েছিল। নিয়মিত খেলার আয়োজন না থাকা এবং ভালো মানের ম্যাচের অভাব এর অন্যতম কারণ ছিল। তবে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মতো সুশৃঙ্খল আয়োজন দর্শকদের আবারো মাঠে ফিরিয়ে এনেছে। প্রতিটি ম্যাচে দর্শকদের ব্যাপক উপস্থিতি প্রমাণ করেছে, সুনামগঞ্জের মানুষ ফুটবলকে কতটা ভালোবাসেন। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে জেলায় ফুটবলের নবজাগরণ শুরু হলো বলেই মনে করছেন ক্রীড়ামোদীরা।
শুক্রবার দুপুর থেকেই জেলা স্টেডিয়ামের গ্যালারি দর্শকে পরিপূর্ণ হতে শুরু করে। নানা বয়সের হাজারো ফুটবলপ্রেমী এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে এসেছিলেন। অনেকে পরিবার-পরিজন নিয়েও এসেছিলেন মাঠে। বিভিন্ন বয়সের মানুষের উপস্থিতিতে স্টেডিয়াম এক মিলনমেলায় পরিণত হয়েছিল। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। প্রতিটি আক্রমণ, প্রতিটি গোল প্রচেষ্টা আর প্রতিটি সেভে গ্যালারি ফেটে পড়ছিল উল্লাসে।
বিশেষ করে যখন গোল হচ্ছিল, তখন দর্শকদের চিৎকারে স্টেডিয়াম প্রকম্পিত হয়ে উঠছিল। এতো দর্শক উপস্থিতি প্রমাণ করেছে- সুনামগঞ্জের মানুষ ফুটবলের জন্য কতটা তৃষ্ণার্ত ছিলেন। ফাইনাল ম্যাচ শেষে দর্শকদের মুখে ছিল তৃপ্তির হাসি। তারা জানান, এমন একটি ম্যাচ দেখার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ফুটবল নিছকই একটি বিনোদন নয়, এটি যুবসমাজকে ঐক্যবদ্ধ করার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে যখন বিভিন্ন সামাজিক চ্যালেঞ্জ আমাদের তরুণদের বিপথে টানছে, তখন খেলাধুলাই পারে তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে। আমরা বিশ্বাস করি, এই টুর্নামেন্টের মাধ্যমে যুবকদের মাদকাসক্তি ও অন্যান্য অপরাধমূলক কর্মকা- থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জীবন গড়তে উৎসাহিত করবে।
তিনি বলেন, ফাইনাল ম্যাচে এতে দর্শক হবে এটা আমরা কখনও চিন্তাও করিনি। দর্শকের ব্যাপক উপস্থিতি বলে দেয় সুনামগঞ্জের মানুষ ক্রীড়ামোদী। পুরো খেলা দর্শকের সারিতে বসে উপভোগ করতে পেরে আমরাও অত্যন্ত আনন্দিত।
জেলা প্রশাসক আরও বলেন, এই জেলার প্রতিটি প্রান্তে লুকিয়ে আছে অসংখ্য ফুটবল প্রতিভা। এই টুর্নামেন্টের মূল লক্ষ্য হলো সেই সুপ্ত প্রতিভাদের খুঁজে বের করা এবং তাদের বিকাশের সুযোগ করে দেওয়া। একই সাথে, খেলাধুলার মাধ্যমে আমরা দলমত নির্বিশেষে সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে চাই। তিনি বলেন, মাঠে খেলোয়াড়রা তাদের সেরা খেলাটা আমাদের উপহার দিয়েছেন। আমরা এই ধরনের আয়োজনকে আরও বড় পরিসরে করার চেষ্টা করবো। আমাদের লক্ষ্য হলো, স্থানীয় ক্রীড়াঙ্গনকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া যেন এখান থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় তৈরি হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
মাঠে দর্শকের ঢল : এ যেন ফুটবলের নবজাগরণ!
- আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ১১:১৫:৪৩ অপরাহ্ন
- আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ১১:২২:৫৪ অপরাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ