সুনামগঞ্জ , শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫ , ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩ দিন ধরে নিখোঁজ, নদীতে মিলল জমিয়ত নেতার মরদেহ সীমান্তে ২৩টি ভারতীয় গরু জব্দ দিরাইয়ে তিন ভাগে বিভক্ত বিএনপি শীঘ্রই একটি নির্দিষ্ট সময় হাওরে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হবে : উপদেষ্টা ফরিদা আখতার ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব ও তাৎপর্য সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা দিরাইয়ে বিএনপি’র শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল দিরাইয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৩ দুই ছাত্রীকে অপহরণ, নির্যাতন ও ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়িদের শনাক্ত করে ব্যবস্থা নিতে জুডিসিয়াল তদন্ত কমিটি গঠন তৎকালীন আইজিপির বর্ণনায় ৫ আগস্ট সরকারিপ্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন জামালগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সুনামগঞ্জ হাসপাতালে ১২ ধরনের আড়াই কোটি টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণ সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে জুলাই গণহত্যা : রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন শিক্ষাক্ষেত্রে সুনামগঞ্জকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চাই : জেলা প্রশাসক অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ না করার নির্দেশ দিলেন জেলা প্রশাসক স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা প্রকৌশলী কামরুল হকের মৃত্যু নিয়ে রহস্য স্বজনদের দাবি ‘পরিকল্পিত হত্যা’ বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কীটনাশকে সর্বনাশ

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০৮:১৭:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০৮:১৭:৩৬ পূর্বাহ্ন
কীটনাশকে সর্বনাশ
কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। আমাদের খাদ্য নিরাপত্তা, পুষ্টি চাহিদা এবং গ্রামীণ জীবনের স্থিতিশীলতা এই খাতের উপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে অধিক ফলনের আশায় যে হারে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার বেড়েছে, তাতে কৃষির ভবিষ্যৎ এখন হুমকির মুখে। বিশেষ করে হাওরাঞ্চলে এই প্রবণতা মারাত্মকভাবে প্রকৃতি, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। হাওরাঞ্চলের কৃষিজমিতে অতিমাত্রায় কীটনাশক ব্যবহারে হাওরের জলজ জীববৈচিত্র্য বিপন্ন হয়ে পড়েছে। মৎস্যসম্পদ মারাত্মকভাবে কমে গেছে। শামুক, ঝিনুক, ব্যাঙ, কাঁকড়াসহ বহু গুরুত্বপূর্ণ প্রজাতি বিলুপ্তির পথে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, পরাগ সংগ্রহকারী মৌমাছি এবং অন্যান্য উপকারী পোকামাকড়ও এই রাসায়নিকের প্রভাবে ধ্বংস হচ্ছে, যার প্রত্যক্ষ প্রভাব পড়ছে ফসলের উৎপাদন ও কৃষির স্থায়িত্বের ওপর। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, জমিতে ব্যবহৃত অধিকাংশ কীটনাশক বৃষ্টির পানির মাধ্যমে সরাসরি নদী-নালায় পৌঁছায় এবং আমাদের পানির উৎসকে বিষাক্ত করে তোলে। সেই সঙ্গে এগুলো মাটির উর্বরতা নষ্ট করে, উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে এবং খাদ্য চক্রে প্রবেশ করে মানুষের স্বাস্থ্যেও ভয়াবহ প্রভাব ফেলে। ক্যান্সার, ¯œায়ু বিকলতা, শিশুদের জন্মগত ত্রুটি - এসবই অনিয়ন্ত্রিত কীটনাশকের ভয়াবহ পরিণতি। এই সংকট থেকে উত্তরণের পথ অবশ্যই রয়েছে। বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ও টেকসই চাষাবাদ পদ্ধতি- যেমন: জৈব কৃষি, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, বায়োকন্ট্রোল, কম্পোস্ট সার ও প্রাকৃতিক কীটনাশকের ব্যবহার আরও উৎসাহিত করতে হবে। কৃষকদের হাতে এসব পদ্ধতির বাস্তবভিত্তিক প্রশিক্ষণ পৌঁছে দিতে হবে, যাতে তারা বিকল্প পদ্ধতিতে লাভজনক চাষাবাদ করতে পারেন। এখানে সরকারের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শক্তিশালী নীতিমালা প্রণয়ন, কীটনাশকের আমদানি ও বিক্রয়ে নিয়ন্ত্রণ, ক্ষতিকর পণ্যের তালিকা তৈরি ও নিষিদ্ধকরণ এবং মাঠপর্যায়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সক্রিয়তা এই সমস্যা মোকাবিলায় সহায়ক হবে। পাশাপাশি গণমাধ্যম ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি। সবশেষে বলতেই হয়, এখনই যদি আমরা সচেতন না হই, তবে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা একটি বিষাক্ত, বিপন্ন পরিবেশের দিকে ঠেলে দেব। হাওরাঞ্চলসহ বাংলার প্রতিটি প্রান্তে পরিবেশবান্ধব কৃষি নিশ্চিত করতে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। একসাথে সরকার, কৃষক, গবেষক ও জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টাতেই রক্ষা পাবে আমাদের কৃষি, আমাদের জীবন, আমাদের ভবিষ্যৎ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
৩ দিন ধরে নিখোঁজ, নদীতে মিলল জমিয়ত নেতার মরদেহ

৩ দিন ধরে নিখোঁজ, নদীতে মিলল জমিয়ত নেতার মরদেহ