মধ্যনগরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
- আপলোড সময় : ২২-০৫-২০২৫ ১১:৪৫:৪৩ অপরাহ্ন
- আপডেট সময় : ২২-০৫-২০২৫ ১১:৪৫:৪৩ অপরাহ্ন

মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মাটিয়ারবন গ্রামের নিজ বসতঘর সংলগ্ন উঠান থেকে বুধবার রাত ১০টার দিকে মো.লতিফ (৩৬) নামের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মধ্যনগর থানার ওসি মো. সজীব রহমান বলেন, উপজেলার মাটিয়ারবন গ্রামে মাদকব্যবসায়ী মো. লতিফের বিরুদ্ধে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নেত্রকোনার কলমাকান্দা থানায় একটি মামলা হয়। এই মামলায় নেত্রকোনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে ২০২৩সালে ছয় মাসের সশ্রম কারাদ- ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫দিনের বিনাশ্রম কারাদ- দেন। তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ