শায়েখ ফজলুল করীম (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক সভা অনুষ্ঠিত
- আপলোড সময় : ২২-০৫-২০২৫ ১১:৪৩:৪৬ অপরাহ্ন
- আপডেট সময় : ২২-০৫-২০২৫ ১১:৪৩:৪৬ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজারে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে ‘শায়খ ফজলুল কীরম (রহ.)-এর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার (২২ মে) দুপরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে হলে দোয়ারাবাজার উপজেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা হোসাইন আহমদ ক্বাসেমীর সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা একরামুল হক এবং মাওলানা আব্দুল মজিদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা হেফাজতে ইসলামের সভাপতি শায়েখ মাওলানা আব্দুল বাছিত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল হান্নান শায়খে গণেশপুরী, মাওলানা আনোয়ার হোসাইন সুনামগঞ্জী, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুল মান্নান বালিউরী, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস, সাবেক ইউপি চেয়ারম্যান সামসুল হক নমু, ডা. হারুনুর রশীদ, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী, মাওলানা আক্কাছ আলী, মাওলানা ছাবিত আহমদ, মুফতি আব্দুর রহমান শাহজাহান, শায়খ কামাল উদ্দীন, মাওলানা শফিকুর রহমান, মাওলানা কবীর আহমদ, মাওলানা শফিকুল ইসলাম, হাফিজ আব্দুল মজিদ, মাওলানা কবীর আহমদ, মাওলানা জিয়া উদ্দিন, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শাহীন আলম মানসুরী প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, শায়খ ফজলুল করীম (রহ.) ছিলেন সুনামগঞ্জ অঞ্চলের একজন বরেণ্য আলেম। তাঁর জীবন ও কর্ম আমাদের অনুপ্রাণিত করে। এই মহান ব্যক্তির শূন্যতা কখনো পূরণ হবার নয়। মহান আল্লাহ তায়লা যেন শায়েখকে জান্নাতের উচ্চ মাক্বাম নসীব করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ