শান্তিগঞ্জে কৃষক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন
- আপলোড সময় : ২২-০৫-২০২৫ ১১:৪২:০৫ অপরাহ্ন
- আপডেট সময় : ২২-০৫-২০২৫ ১১:৪২:০৫ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি ::
সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মো. মোশাররফ হোসেন বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে প্রান্তিক কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে দেশে কৃষি বিপ্লব ঘটাতে হবে। ধান চাষাবাদ করার পাশাপাশি উন্নত জাতের বিভিন্ন মসলা চাষ করতে হবে। এক ইঞ্চি জমি পতিত না রেখে সেখানে বিভিন্ন প্রজাতির মসলা উৎপাদন করতে হবে।
বৃহ¯পতিবার (২২শে মে) শান্তিগঞ্জ উপজেলার এফআইভিডিবি’র সম্মেলন কক্ষে, উপজেলা প্রশাসনের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, ২০২৪-২৫ অর্থ বছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় ২দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিবের সভাপতিত্বে, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. ওমর ফারুক। কর্মশালায় বিভিন্ন গ্রামের প্রান্তিক কৃষক ও কৃষাণীরা অংশগ্রহণ করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ