দিরাইয়ে নারী শান্তি সহায়ক দলের সভা
- আপলোড সময় : ২২-০৫-২০২৫ ১১:৪০:১৩ অপরাহ্ন
- আপডেট সময় : ২২-০৫-২০২৫ ১১:৪০:১৩ অপরাহ্ন

দিরাই প্রতিনিধি ::
সংঘাত নয় শান্তি-সম্প্রীতির বাংলাদেশ গড়ি স্লোগানকে সামনে রেখে “নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে সহিংসতা প্রতিরোধ” এর উদ্দেশ্যে শান্তি প্রতিষ্ঠা ও নারীবান্ধব পরিবেশ গঠনে নারী শান্তি সহায়ক দলের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার দুপুরে দিরাই আদর্শ শিক্ষা নিকেতনের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
আদর্শ শিশু শিক্ষা নিকেতনের প্রিন্সিপাল ও দিরাই পিএফজির সদস্য সুলতানা রাজিয়ার সভাপতিত্বে ও ইয়ুথ এম্বাসেডর গ্রুপের সহ সমন্বয়কারী লিপিকা বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দিরাই পিএফজির সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার। বিশেষ অতিথি ছিলেন দিরাই প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ও দিরাই পিএফজির সদস্য সৈদুর রহমান তালকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা। সভায় গ্রুপ গঠনের লক্ষ্য উদ্দেশ্য, গঠন কাঠামো নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন পিএফজি সদস্য মজিদা খাতুন, লিলি বেগম, হাফসা বেগম, ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপের নাজিয়া সরদার, সুবর্ণা আক্তার ইমা, বাবলী, তাড়ল ইউপি সদস্য রুপিয়া, আদর্শ শিশু শিক্ষা নিকেতন পরিচালনা কমিটির সদস্য শাম্মী আক্তার, উদ্যোক্তা অপি রানী সরকার প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সুলতানা রাজিয়াকে সমন্বয়কারী, হাফসা বেগমকে যুগ্ম সমন্বয়কারী ও লিপিকা বিশ্বাসকে সদস্য সচিব করে দিরাই নারী শান্তি সহায়ক দলের কমিটি গঠন করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ